৭ সিটার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে Maruti Suzuki WagonR, থাকবে শক্তিশালী ইঞ্জিন ও অত্যাধুনিক ফিচার
বাজেট মূল্যের গাড়ির বাজারে ব্যাপক জনপ্রিয় Maruti Suzuki কোম্পানি
বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর এই কথা ভেবেই কোম্পানি MPV সেগমেন্টে লঞ্চ করতে চলেছে ৭ সিটার Maruti Suzuki WagonR।
হ্যাচব্যাক সেগমেন্টে বাজেট গাড়ির মধ্যে অন্যতম জনপ্রিয় এই মারুতি সুজুকি ওয়াগনার গাড়ি। কম মূল্য এবং ব্যাপক মাইলেজ এই গাড়ির স্পেশালিটি। ভারতের বাজারে এই গাড়ির জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। এবার সেই ধারা বজায় রেখেই নতুন ধরনের কাস্টমারদের ধরতে MPV সেগমেন্টে মারুতি সুজুকি লঞ্চ করছে তাদের ৭ সিটার WagonR। এই নতুন গাড়ির বডি প্যানেল, ফ্রন্ট সিট এবং কেবিন পুরনো গাড়ির মতো দেখতে হলেও এই গাড়িতে থাকছে নতুন ডিজাইনের ফ্রন্ট ও রিয়ার বাম্পার, হেডল্যাম্প, টেলল্যাম্প ইত্যাদি।
সূত্র জানা গিয়েছে এই সেভেন সিটার ওয়াগনার গাড়িতে ১.২ লিটারের ৪ সিলিন্ডার একটি ইঞ্জিন থাকবে যা ৮২ Bhp পাওয়ার ও ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। সঙ্গে এতে থাকবে ৫ স্পিড অটোমেটিক বা ম্যানুয়াল গিয়ারবক্স অপশন। ২০২৩ এর অটো শোতে এই গাড়ি ইতিমধ্যেই দেখানো হয়েছিল এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই গাড়ি শোরুমে বিক্রি শুরু হবে।