ভারতে এবার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে Maruti Suzuki, এক চার্জে ছুটবে ৫০০ কিমি
২০২৪-২৫ সালের মধ্যেই মারুতি বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে ভারতীয় গ্রাহকদের পছন্দের ব্যান্ড টাটা মোটরস। তবে সেই দৌড়ে পিছিয়ে নেই জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি। তারাও এবার ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ি আনার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যেই বাজারে পাওয়া যাবে মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়ি।
দেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ সালের মধ্যেই মারুতি বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। আপাতত গুজরাটে এই কাজ প্রথম শুরু হবে। তবে এখন অব্দি কোম্পানির পক্ষ থেকে অফিশিয়ালি কোন তথ্য ঘোষণা করা হয়নি। তবে মারুতি সুজুকির ইভি প্রযুক্তি এবং ব্যাটারি সমন্ধিত প্রজেক্ট দেখে এটা সুনিশ্চিত যে মারুতি বৈদ্যুতিক গাড়ি আনবে। মনে করা হচ্ছে এই কোম্পানির ইলেকট্রিক গাড়ির দাম ১০ লাখের বেশি হবে।
তবে কেমন হবে মারুতি সুজুকির এই প্রথম ইলেকট্রিক গাড়ি? বিশেষজ্ঞদের মতে, মারুতি সুজুকি ভারতীয় বাজারে প্রথম ইলেকট্রিক গাড়ি আনবে একটি মিড সাইজ এসইউভি রূপে। সুজুকি এবং টয়োটা একত্রিতভাবে এই প্রজেক্টে কাজ করছে। আগামী ২০২৩ সালের অটো এক্সপোতে প্রথম তাদের কনসেপ্ট কার সামনে আসবে। মনে করা হচ্ছে গাড়িটি দুটি ব্যাটারী বিকল্পে আনা হবে। একটি হবে ৪৮kwh এর যা ৪০০ কিমি রেঞ্জ দেবে। অন্যটি হবে ৫৯ Kwh এর যা ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।
এছাড়াও জানা গিয়েছে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়িটি হবে গ্র্যান্ড ভিটারার মত। এই গাড়িটি ২০২২ সালে সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রাহকদের জন্য শোরুমে চলে আসবে। গাড়িটিতে শক্তিশালী হাইব্রিড পাওয়ার ট্রেন ও ইন্টেলিজেন্স হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১.৫ লিটার TNGA পেট্রোল এবং স্মার্ট হাইব্রিড সিস্টেম ১.৫ লিটার k15C ডুয়েল জেট ইঞ্জিন আছে। এই গাড়ির দাম ৯.৫ লক্ষ থেকে শুরু করে ১৫.৫ লক্ষ পর্যন্ত হবে বলে মনে করা হচ্ছে।