Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘টালিগঞ্জে আমিও দাঁড়াতে পারি’, শুভেন্দুর চ্যালেঞ্জে নন্দীগ্রামের বিকল্প খুঁজছে মমতা?

Updated :  Saturday, March 6, 2021 8:43 AM

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের মোট ২৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন ২৯৪ বিধানসভা কেন্দ্রের জন্য। সেই তালিকা মারফত জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরনো কথামত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই লড়বেন।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নন্দীগ্রামের প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। কিন্তু তিনি এবার আর তার পুরোনো ভোটকেন্দ্র ভবানীপুরে প্রার্থী হচ্ছেন না। তার জায়গায় সেই অঞ্চলে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে গতকাল ভোট প্রার্থী ঘোষণা করার পর হঠাৎ এই প্রশ্ন ওঠে নন্দীগ্রাম বা ভবানীপুরের পরে টালিগঞ্জ থেকে কে প্রার্থী হবেন? তখন মুখ্যমন্ত্রীর তালিকা অনুযায়ী প্রার্থীর নাম পড়েন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, “টালীগঞ্জে প্রার্থীর নাম অরূপ বিশ্বাস। তারপরে তিনি থেমে জবাব দেন আমিও দাঁড়াতে পারি।” তবে এই কথা নিছক রসিকতা ছিল।

অন্যদিকে গতকাল নন্দীগ্রামের প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি নন্দীগ্রামের হয়ে লড়ছি। কথা দিলে আমি কথা রাখি।” আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, “ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্র থেকে নির্বাচন লড়ে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে পরাজিত করব।”