দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ অর্থাৎ ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২২ গজে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটের রোমান্স অনুভবের এটাই সবচেয়ে বড় ম্যাচ বলে মনে করছেন ক্রিকেট প্রেমিরা। তবে চলমান রত বিশ্বকাপে সেই অনুভব থেকে বঞ্চিত হতে পারেন ক্রিকেটপ্রেমীরা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হতে পারে আজকের হাই ভোল্টেজ ম্যাচ।
আজ মেলবোর্নের ২২ গজে মুখোমুখি হবে কথা চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া বর্তমানে অন্য কথা বলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মেলবোর্ন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, সঙ্গে জোরালো ঝড়ের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বেও চলতি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টি হয়েছে মেলবোর্নে। আবহওয়া দপ্তরের মান্যতা অনুযায়ী, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সাথে হতে পারে ঝড়।
আবহাওয়া দপ্তরের দেওয়া খবরের পর চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি যদি বাতিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে ক্রিকেটের রোমাঞ্চ অনুভব করা থেকে বঞ্চিত থাকবেন ক্রিকেট প্রেমীরা। কারণ, সুপার-১২ এর কোন ম্যাচ দুর্ভাগ্যবশত মাঠে না গড়ালে সেই ম্যাচ পুনরায় আয়োজন করবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে বাতিল ম্যাচের কারণে দুটি দলকে সমান পয়েন্ট বিভাজন করে দেওয়া হবে। অর্থাৎ, ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুটি দলকেই। সেক্ষেত্রে সুপার ১২-এর প্রথম ম্যাচে থেকে সুপার-৪ এ যাওয়ার লড়াইয়ে দুটি দলই একই স্থানে অবস্থান করবে।