প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির নতুন ভার্সন এলো মার্কেটে, দেখুন কী কী থাকছে
লাক্সারি গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ ভারতে নিয়ে চলে এসেছে তাদের মেব্যাক সিরিজের নতুন মডেল
লাক্সারি গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ বেঞ্জ আজকে ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের মেব্যাক সিরিজের একটি নতুন গাড়ি এস ক্লাস। মেব্যাক ফ্রিজের গাড়ি গুলি সাধারণত সারা দুনিয়ার সবথেকে বড় বড় রাজনীতিবিদ এবং বড় ব্যক্তিরা ব্যবহার করে থাকেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী পর্যন্ত এই সিরিজের একটি গাড়ি ব্যবহার করে থাকেন। Mercedes-maybach সিরিজের গাড়িতে আসল বিষয়টি এর ডবল এম লোগো। এছাড়াও অ্যাডভান্সড ইঞ্জিন এবং দুর্দান্ত কিছু ইন্টেরিয়ার ফিচার রয়েছে এই গাড়িতে। এই নতুন এস ক্লাস ৬৮০ গাড়িটি ভারতে লঞ্চ হচ্ছে ৩.২ কোটি টাকায়।
বর্তমানে ভারতে উপলব্ধ এস ক্লাস ৫৮০ গাড়িটির এক্স-শোরুম প্রাইস ২.৫ কোটি টাকা। এই কোম্পানির ভারতের এমডি এবং সিইও মার্টিন শেনক জানিয়েছেন, মার্সিডিস কোম্পানিটি এই বছর ভারতে তাদের নতুন দশটি গাড়ি লঞ্চ করতে চলেছে। এর মধ্যে কিছু ইলেকট্রিক গাড়িও থাকবে। ইলেকট্রিক গাড়ির সিরিজের মধ্যেই ইকিউএস গাড়িটি ভারতে উপলব্ধ হবে এই বছর। অন্যদিকে mercedes-maybach এস-ক্লাসে ১৯ ইঞ্চির ৫ হোল ফর্জড হুইল উপলব্ধ। এছাড়াও, রেট্রো মনোব্লক ডিজাইন থাকছে এই গাড়িতে। এই গাড়ির টায়ারগুলিকে অ্যাকটিভ নয়েজ অপটিমাইজেশনের সঙ্গে তৈরি করা হয়েছে।
এছাড়াও এই গাড়িতে ১.৩ মিলিয়ন মাইক্রোমিটার এর সাথে ডিজিটাল হেডল্যাম্প পাওয়া যাবে। এই গাড়িটি ৫.৭ মিটার লম্বা। ইন্টেরিয়ারের দিক থেকে এই গাড়ি অত্যন্ত অ্যাডভান্স এবং এখানে রাইডার সানরুফ, লাইট, সিট বেল্ট, গাড়ির দরজা বন্ধ করা সবকিছুই আপনি হাতের কিছু জেশ্চার এর মাধ্যমে করতে পারেন। এছাড়াও গাড়িতে ব্যবহার করা হয়েছে ৩০ টি স্পিকার। মেব্যাক গাড়িতে ভারতের লেভেল টু অটোনমাস ড্রাইভিং সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
এছাড়াও সুরক্ষার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে ১৩টি উচ্চ ক্ষমতা বিশিষ্ট এয়ার ব্যাগ। Mercedes-maybach এসক্লাস লিমোসিন গাড়িতে আপনি পাবেন ২টি ইঞ্জিনের বিকল্প। প্রথম ইঞ্জিনটি ৪ লিটারের V8 ইঞ্জিন যা ৪৯৬ বিএইচপি পাওয়ার এবং ৭০০ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড সিস্টেম এর সঙ্গে যুক্ত রয়েছে। দ্বিতীয় ইঞ্জিনটি ৬ লিটারের V12 ইঞ্জিন যেটি ৬০৩ বিএইচপি পাওয়ার আউটপুট এবং ৯০০ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এস ক্লাস সিরিজের ৫৮০ মডেলটি ভারতে তৈরি হবে। যদি গ্রাহক এই গাড়ির ৬৮০ মডেলটি কিনতে চান তাহলে তাকে বাইরে থেকে ইমপোর্ট করাতে হবে এই গাড়ি। তবে সেক্ষেত্রে, তাকে অতিরিক্ত ইমপোর্ট ডিউটি দিতে হবে। তবে হ্যাঁ, যদি কোন গ্রাহক ৬৮০ সিরিজের গাড়িটা কিনতে চান তাহলে, তিনি এই গাড়ি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।