Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠ বারের জন্যে ব্যালন ডি-ওর জিতলেন মেসি

Updated :  Tuesday, December 3, 2019 11:36 AM

ভার্জিল ভ্যান ডাইক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠ বারের জন্যে ব্যালন ডি-ওর জিতলেন বার্সা ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার গভীর রাতে প্যারিসে এই পুরস্কার জিতলেন মেসি। ২০১৫ সালের পর এই প্রথমবার তিনি জিতলেন এই পুরস্কার। গত বছরের বিজেতা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, মেসির হাতে তুলে দিলেন এবারের ব্যালন ডি ওর। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও তৃতীয় স্থানে জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিনের অনুষ্ঠানে তার স্ত্রী, ও দুই পুত্রকে নিয়ে হাজির ছিলেন বার্সা তারকা। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে তিনি জিতেছিলেন এই পুরস্কার। গত সিজনে বার্সেলোনার হয়ে ৪৫ টি গোল করেছিলেন মেসি, এবং একাধিক গোলের পাসও বাড়িয়েছিলেন। বার্সেলোনার হয়ে গত বছর লা-লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে ছিটকে যায় তার টিম। ব্যালন ডি-ওর পাওয়ার পর এখন মেসি মাঠে নেমে কি করেন সেটাই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।