Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

Updated :  Friday, November 6, 2020 11:26 AM

৫৫ তে পা রাখলেন অভিনেতা তথা সুপারমডেল মিলিন্দ সুমন। জন্মদিনে একদম অন্যভাবে নিজেকে উইশ করলেন তিনি। সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়লেন মিলিন্দ। এক আশ্চর্য ছক ভাঙ্গা জীবন যাপন করেন মিলিন্দ যাকে দেখলে বার্ধক্য লজ্জা পায়। জীবনের সমস্ত উদ্যমতা ও উচ্ছলতাকে সঙ্গী করে ৫৫ তে পা রাখলেন তিনি। নগ্নতা তাঁর কাছে কিছুই না। এর আগেও নগ্ন হয়ে ফটোস্যুট করিয়েছিলেন এই সুপার মডেল, এবারেও সেই একই ভঙ্গিমায় প্রকৃতির কোলে নিজেকে মেলে ধরলেন। গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়েই দৌড়লেন। গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়নোর ছবিটি পোস্ট করে ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, ‘নিজেকে জানাই শুভ জন্মদিন। ৫৫ আর দৌড়ে যাচ্ছি।’ দেখুন সেই ছবি।

 

View this post on Instagram

 

Happy birthday to me ! . . . #55 ? @ankita_earthy

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

এই বয়সে এসেও এমন সুঠাম শরীর, দীর্ঘ চেহারা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

বরাবর খালি পায়ে দৌড়োতে পছন্দ করেন অভিনেতা মিলিন্দ। তাই কখনো স্ত্রীর সঙ্গে তো কখনো একাই খালি পায়ে দৌড়ে সকলের মন জয় করেন তিনি।

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

শরীর চর্চা তাঁর কাছে এক প্যাশন। খুব কম বয়স থেকেই জল ও মাঠ নিজের দখলে করে নিয়েছিলেন এই ম্যারাথন দৌড়বীর।

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

কখনো দৌড়চ্ছেন আহমেদাবাদ থেকে মুম্বই! তাও আবার খালি পায়ে কখনো আবার পাহাড়ি রাস্তায়।

গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়, ভাইরাল হল অভিনেতার ভিডিও, দেখুন

শুধুমাত্র নিজে ফিট থাকা নয়, ফিটনেসের সমস্ত রকমের প্রচারেও সবসময় এগিয়ে থাকেন মিলিন্দ সুমন।