টলিউডবিনোদন

‘আমার একটা অংশ নিয়ে গেলে চিরতরে’, প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

Advertisement

ভোটের আবহে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশাল মিডিয়ায় শেয়ার করলেন শোকসংবাদ। মাত্র ৮ বছর বয়সে মারা গেল অভিনেত্রীর বড় ছেলে চিকু। সব যুদ্ধের অবসান ঘটলো আজ। সন্তানসম পোষ্য চিকু ক্যানসারে আক্রান্ত হয়েছিল। জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি দিল চিকু। আর এই দুঃখের খবর নিজেই ভাগ করে নিলেন মিমি। একটি কোলাজ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। একটি চিকুর ছবি সাথে চিকুকে যেখানে সমাধি দেওয়া হয়েছে। অভিনেত্রী চিকুকে মায়ের মতো ভালোবাসতেন। ক্যপাশানে লিখলেন , “তুমি আমার একটা অংশ নিয়ে গেলে চিরতরে। সব কষ্ট থেকে দূরে তুমি শান্তিতে থেকো । মা তোমাকে ভালোবাসে।

গত ফেব্রুয়ারি মাসে চিকুর ক্যান্সার হওয়ার কথা জানতে পেরেই মিমি তাঁর ইনস্টাগ্রামে তাঁর সন্তানসম পোষ্যের ছবি শেয়ার করে লিখেছিলেন, দমবন্ধ হয়ে আসছে তাঁর। তিনি নিজেকে সামলাতে পারছি না ৷ তবুও লড়তে হবে আমাকে ৷ এই লড়াইয়ে সকলের সাহায্য চাই ৷ সন্তানসম পোষ্য চিকু বয়স মাত্র আট ৷ ক্যানসারে আক্রান্ত হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন সার্জারি নাকি সম্ভব নয় ৷ তাকে কেউ চেন্নাইয়ের পশু চিকিৎসকের যোগাযোগ দিতে পারবেন? এরপর তিনি খোঁজ পেয়ে চিকিৎসা করাতে পাড়ি দেন চেন্নাইতে।

মিমির প্রিয় বড় ছেলের চিকুর চিকিৎসা চলেছিল তামিলনাড়ু মেটারনিটি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে। চিকুকে চিকিৎসা করছেন সেই হাসপাতালের ডিরেক্টর ড: এস বালা সুব্রহ্মণ্যম এবং তাঁর টিমের অন্যান্য চিকিৎসকরা। চিকিৎসায় সারা দিয়েছিল চিকু। সুস্থ হয়ে ফিরে এসেছিল অভিনেত্রী কলকাতাতে। চিকুর সাথে ভিডিও শেয়ার করে সকল অনুগামীদের ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। আজ এই চিকুর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সাথে সাথে অনুগামীরা দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে সুস্থ থাকার বার্তা দিয়েছেন। চিকুর আত্মার শান্তি কামনা করেছেন।

Related Articles

Back to top button