Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা নয়, অজানা রোগে আক্রান্ত হলেন মিমি! কেমন আছেন অভিনেত্রী ?

Updated :  Sunday, September 13, 2020 9:17 PM

কি ভাবছেন এ কি হল অভিনেত্রীর? চিন্তা করছেন তো? করোনা আবহয়ে সবারই কম বেশি সমস্যা লেগেই আছে। জ্বর হলেই তা অনেক সময় করোনা পর্যন্ত চলে যায়। কিন্তু না, মিমির সেরকম কিছুই হয় নি। তবে তিনি একটি অজানা রোগের শিকার হয়েছেন। সারাক্ষণই চিন্তা ও এক অজানা একটা ভয় কাজ করছে তাঁর মনের মধ্যে। সম্প্রতি মিমি একটি ঘর পরিস্কারের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা থেকে স্পষ্ট যে অভিনেত্রী যথেষ্ট সাবধানতা বজায় রাখার চেষ্টা করেন প্রতিনিয়ত। কিন্তু অভিনেত্রী একে Obsessive–compulsive disorder (OCD) বলেছেন। হ্যাঁ এটি একটি ডিসঅর্ডার। এর কিছু সিম্পটমস হল- ভয়, ঘর পরিস্কার করা থেকে থেকেই, পরিস্কার জিনিস বারবার পরিস্কার করা, নোংরা জমিয়ে রাখা বারবার, বারবার জিনিস গুছিয়ে রাখা এরকমই কিছু অস্বাভাবিক কাজ। চলুন দেখে নিই, মিমির ভিডিও টি।

View this post on Instagram

OCD ? OBSSESIVE COMPULSIVE DISORDER Although i enjoy ?

A post shared by Mimi (@mimichakraborty) on