‘৯০ দিন অপেক্ষা করুন, এজেন্ডা পার্টিদের পাখা কাটব’, জনসভা থেকে মমতাকে হুংকার মিঠুনের

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে জনসভা করতে গেলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বললেন, আজকাল সব কিছু কাজেই…

Avatar

By

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে জনসভা করতে গেলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বললেন, আজকাল সব কিছু কাজেই কাটমানি খাওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা কমিশন ছাড়া পাওয়া যায় না। তাই জনগণকে তিনি ৯০ দিনের জন্য ধৈর্য ধরতে বললেন। তিনি আশ্বাস দিলেন, “এই সমস্ত এজেন্ডা পার্টিদের পাখাগুলো কাটবো।”

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় নির্বাচন প্রায় সম্মুখে। আর মাত্র ১ দিনের অপেক্ষা তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই। গতকাল ছিল প্রচারে শেষ দিন। আর এই শেষ দিনে তৃণমূল বনাম বিজেপি লড়াই ছিল দুর্দান্ত। একদিকে বিজেপি ও অন্যান্য বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য রোড শো করলেন অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বললেন, গেরুয়া শিবিরের জয় নিয়ে তিনি ১০১ শতাংশ বিশ্বাসী। এছাড়াও বাংলার মানুষের সঙ্গে তার সুপারস্টার এবং অনুরাগীর সম্পর্ক নয়, মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসার বলে দাবি করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

কথামতো এদিন শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রচার শুরু করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মিঠুন টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত রোড শো করলেন। বাংলার সুপারস্টার কে দেখে সকলেই পুষ্প বৃষ্টিতে ভরিয়ে দিলেন। সাধারণ মানুষ এবং অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সকলে থেকে ভালোবাসা গ্রহণ করলেন মহাগুরু। পাশাপাশি, খড়গপুর থেকেও বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সমর্থনে রোড শো করলেন মিঠুন।