ঠিক রাখি বন্ধনের আগের দিন দেশের কোটি কোটি মানুষকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জর্জরিত দেশবাসীকে সামান্য শান্তির বার্তা শুনিয়েছেন তিনি। এবার প্রত্যেক দেশবাসীকে ২০০ টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে আপনি কি জানেন যে বিশেষ এক প্রকল্পের সাথে যুক্ত থাকলে আপনি ২০০ টাকার বদলে সিলিন্ডারপিছু ৪০০ টাকা করে ভর্তুকি পেতে পারেন? কি করে পাবেন ৪০০ টাকা ছাড়? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে এবার থেকে তারা প্রত্যেক দেশবাসীর জন্য সিলিন্ডারপিছু ২০০ টাকা করে ভর্তুকি দেবে। কিন্তু এর আগেই কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত মানুষদের গ্যাস সিলিন্ডারের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দিত। এবার নতুন ঘোষণার পর উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত মানুষরা মোট সিলিন্ডারপিছু ৪০০ টাকা করে ভর্তুকি পাবেন। বর্তমানে প্রায় ১০ কোটি পরিবার প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কারা পাবেন এই উজ্জ্বলা যোজনার সুবিধা?
আপনাদের জানিয়ে রাখি যারা দরিদ্র সীমার নিচে বা বিপিএল কার্ড রয়েছে তারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যাদের বার্ষিক আয় ২৭ হাজার টাকার কম তারা এই বিপিএল কার্ড পাবেন। এই উজ্জ্বলা যোজনায় আবেদন করতে গেলে বেশকিছু প্রয়োজনীয় নথি লাগবে। সেগুলি হল পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ড এবং বিপিএল কার্ড, বাড়ির ঠিকানা প্রমাণের জন্য কোনো নথি, গ্রাম প্রধানের অনুমতি ইত্যাদি। আপনি যদি উজ্জলা যোজনায় অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আপনি সিলিন্ডার পেছনে ৪০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাবেন।