Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবারে ল্যাপটপ দেবে মোদি সরকার, আপনি কি পাচ্ছেন?

Updated :  Sunday, October 16, 2022 8:17 PM

মোদি সরকার এবারে দেবে ল্যাপটপ। মোদি সরকারের নামে এরকম একটি খবর শুরু হয়ে গিয়েছে সোসিয়াল মিডিয়ায়। সম্প্রতি বিভিন্ন জায়গায় এই খবরটি নিয়ে কথাও শুরু হয়ে গিয়েছে। দেশের সার্বিক বিকাশের জন্য ইতিমধ্যেই কাজ করছে মোদি সরকার। আর এই কাজের মধ্যে সবার আগে কাজ শুরু হয়েছে নারী বিকাশের ক্ষেত্রে। নানা ক্ষেত্রের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে কাজ শুরু করে দিয়েছে মোদি সরকার

তবে এবারে সেই প্রসঙ্গেই একটি খবর ছড়িয়ে পড়েছে সরকারকে নিয়ে। সম্প্রতি, বছর কয়েক ধরে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের জন্য ল্যাপটপ দেওয়ার স্কিম চালু করেছে। শিক্ষার্থীদের বহির্বিশ্বের সঙ্গে কানেক্ট করার লক্ষেই এই নতুন প্রকল্প। তবে, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে একটি কথা ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে, ছাত্রীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে নাকি, একাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের ল্যাপটপ দিতে চলেছে রাজ্য সরকার। আর এই প্রকল্পের নাম ‘ পি এম ল্যাপটপ স্কিম।’

তবে, সরকারের তথ্য যাচাই করার প্ল্যাটফর্ম, প্রেস ইনফরমেশন ব্যুরো এই তথ্য যাচাই করার বিষয়টি নিয়ে এবারে শুরু করে দিলো চুলচেরা বিশ্লেষন। PIB তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, এই প্রসঙ্গে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণরূপে ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভারত সরকার এই ধরনের কোনো ঘোষণা করেনি এবং এরকম কোনো প্রকল্পের ব্যাপারে চিন্তাও শুরু করেনি। পাশাপাশি, PIB এটাও বলেছে, কেন্দ্রীয় সরকারের ব্যাপারে কোনো তথ্য জানতে এবং সরকারের প্রকল্পের ব্যাপারে খোঁজ নিতে শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে।

এর সঙ্গেই কোনো স্কিমের রেজিস্ট্রেশনের ফাঁদে পা দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য জানিয়ে দেবেন না। যদি কোনো ব্যবহারকারী কিংবা কোনো সন্দেহভাজন ব্যক্তি আপনার কাছ থেকে আপনার কোনো ব্যক্তিগত তথ্য জানতে চায়, তাহলে তাকে কোনোভাবেই নিজের তথ্য জানাবেন না। সবসময় ইন্টারনেট দুনিয়ায় নিজের তথ্যের সুরক্ষা নিজে করবেন।