Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জন্মদিনে দেশবাসীর কাছ থেকে কি উপহার চাইলেন মোদি, নিজেই টুইট করে জানালেন

Updated :  Friday, September 18, 2020 3:01 PM

নয়াদিল্লিঃ গতকালই  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭০তম জন্মদিন পেরিয়েছেন। যেখানে শুধু বিজেপি নেতা নেত্রী নন, বিরোধী দলের নেতা নেত্রীরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। জন্মদিন উপলক্ষে ধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের সুরাটে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে এবং কোয়েম্বাটুরে ৭০কেজি লাড্ডু বানানোও হয়েছে। কিন্তু তিনি জন্মদিনে কি উপহার চান, তা শেষ পর্যন্ত নিজের মুখেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাতে টুইটারে তিনি লেখেন, “অনেকেই জানতে চান, জন্মদিনে আমি কী উপহার পেতে আগ্রহী। এই মুহূর্তে এই জিনিসগুলি আমি পেতে চাই। মাস্ক পরে থাকুন এবং তা সঠিক ভাবে ব্যবহার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মনে রাখুন দুই গজের দূরত্ব। জন সমাগম এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। আসুন, আমাদের এই গ্রহকে সুস্থ সবল করে তুলি”।

সব মিলিয়ে দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রীও। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে মোট আক্রান্ত ৫১, ১৮,২৫৩। মোট মৃত ৮৩, ১৯৮। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। সেখানে প্রধানমন্ত্রীর এই উপহারের কথায় খুশি দেশাবাসিও।