তড়িৎ ঘোষ : ভারতীয় পেসারদের দাপটে নাস্তানাবুদ বাংলাদেশি ব্যাটসম্যানরা। ইডেনে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় পেসার মহম্মদ শামির বলে প্রথম দিনে চোট পান লিটন দাস ও নঈম ইসলাম। গতকালই তাদের এমআরআই ও সিটি স্ক্যান করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাদের চোট গুরুতর নয় বলে জানা যায়।
আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মার বলে চোট পান মোহাম্মদ মিঠুন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, প্রাথমিক রিপোর্টে কিছু ধরা না পড়লেও চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মিঠুন ছাড়াও মুশফিকুর রহিমের হেলমেটে আঘাত করেই ইশান্ত শর্মার একটি বাউন্সার। যদিও প্রাথমিক শুশ্রূষার পর খেলা চালিয়ে যান মুশফিকুর। এছাড়াও মাহমুদুল্লাহ পেশিতে টান ধরার জন্য মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। চোট সমস্যা যেন বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না।