ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সফল পেসার জসপ্রিত বুমরাহ বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরের পর জসপ্রিত বুমরাহ কোমরের ‘স্ট্রেস ফ্র্যাকচার’-এর শিকার হয়েছিলেন। তবে সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেননি ভারতের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে সাথে একাধিক মেগা ইভেন্ট হাতছাড়া করতে হয়েছে বুমরাহকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের কথ্য অনুযায়ী, আরও বেশ কয়েক মাস সময় লাগবে জসপ্রিত বুমরাহর সেরে ওঠার জন্য। জানা গেছে, চোট সেরে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন বুমরাহ। সূত্রের খবর, এখন তিনি আবার আহত হয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য টিম ইন্ডিয়ার বাইরে থাকবেন বলে জানা গেছে। এমন প্রস্তুতিতে এই তারকা ক্রিকেটারের দলে ফেরা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে বিগত বেশ কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে বোর্ডের দুশ্চিন্তা লাঘব করছেন আরেক পেসার। তিনি ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। হ্যাঁ আমরা ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের কথা আলোকপাত করছি। যিনি ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ ইনিংসে ৪১ উইকেট নিয়েছিলেন। মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার হয়ে ১৮টি ওয়ানডেতে ২৯ উইকেটের পাশাপাশি ৮টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেই নয়, মোহাম্মদ সিরাজ লাল বলের ক্রিকেটেও সম দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১৫ টেস্ট ম্যাচে ৪৬ উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে জসপ্রিত বুমরাহর জাতীয় দলে প্রত্যাবর্তন করা বেশ কঠিন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, তার স্থানে অত্যন্ত সাবলীল পারফরম্যান্স করছেন মোহাম্মদ সিরাজ।