Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাস্যময়ী রূপে মোনালিসা, কলো টপ ও খয়েরি স্কার্টে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী

Updated :  Tuesday, March 15, 2022 9:43 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। সম্প্রতি অভিনেত্রী কালো টপ ও খয়েরি ড্রেসে নিজের একটি ইনস্টারিল শেয়ার করেছেন। বর্তমানে তার সেই রিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রথমে একটি ঘরের মধ্যে একটি বই পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এরপরেই বারান্দায় হাঁটতে দেখা যায় তাকে। এর পরে আবারও ঘরে নিজের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্ভবত নিজের বাড়িতেই ভিডিওটি বানিয়েছেন তিনি। ছোট ছোট কিছু শর্ট তুলে একসাথে জুড়ে ‘কিতাবে বহতসি পাড়ি হোগি তুমনে’ গানের সাথে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন অভিনেত্রী। এই ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি কালো রঙের স্প্যাগেটি টপ ও খয়রি রঙের শর্ট স্কার্ট। বিনা মেকাপ লুক একটি পনিটেল বেঁধেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

‘স্মার্ট জোডি’ শোতে একসাথে রঙ মিলিয়ে হোলি স্পেশাল এপিসোডে পোশাক পরতে দেখা গিয়েছিল অভিনেত্রী ও তার স্বামী বিক্রম সিংকে। হালকা আবির খেলেছিলেন তারা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ারও করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই। কয়েকদিন আগে পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বিক্রম সিং ও মোনালিসা। তাদের বিয়ের কিছু অদেখা দৃশ্য এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যা এই মুহূর্তে নেটনাগরিকদের পাশাপাশি তাদের ভক্তদের মাঝে ভাইরাল।