Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ট্রান্সপারেন্ট শাড়িতে ঝুমা বৌদির হট লুক, দেখুন সেই ছবি

Updated :  Sunday, February 2, 2020 11:46 PM

কৌশিক পোল্ল্যে: বাঙালিদের কাছে তিনি ঝুমা বৌদি নামেই অধিক পরিচিত। তবে বলিউডি সিরিয়াল থেকে ভোজপুরি আইটেম সং, সবেতেই তার জুরি মেলা ভার।

হইচই এ ‘দুপুর ঠাকুরপো 2’ সিরিজটি অভূতপূর্ব সাফল্য পায় মোনালিসার লাস্যময়ী ফিগার ও সুন্দর লুকের জন্যই। এমন হট বৌদির ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা যে 2 মিলিয়নেরও বেশি হবে সেটা অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন : জিম লুকে প্রকাশ্যে শ্রীলেখা মিত্র, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি

সদ্যই তিনি নিজের ইনস্টাগ্রামে, ইউনিক একটি লুকের বেশ কিছু ছবি শেয়ার করলেন। একটি সাদা রংয়ের ট্রান্সপারেন্ট শাড়িতে সেজেছেন মোনালিসা, আর তার শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নাভি সহ শরীরের বিভিন্ন অঙ্গ। ছবি পোস্ট হতে না হতেই লাইক ও শেয়ারের বন্যা বয়ে যায়, এই নিয়ে তার বেশ কিছু ছবিই পরপর ভাইরালের খাতায়।

মোনালিসা বর্তমানে ভিগো প্রযোজিত এমটিভির একটি রিয়ালিটি শো এর হোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তার সেই উষ্ণতার ভরা ছবিগুলি নীচে রইল আপনার জন্য।