নারী দিবসে বাঙালি বধূর সাজে ঝুমা বৌদি, হইচই নেটদুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: আলাদা করে এনার পরিচয় নিয়ে বিশেষ কিছুই বলার নেই। সমগ্র ওয়েবপ্রেমী বাঙালি যুবকদের কাছে ইনি সার্বজনীন ঝুমা বৌদি নামেই অধিক পরিচিত। হইচই অ্যাপের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো…

Avatar

কৌশিক পোল্ল্যে: আলাদা করে এনার পরিচয় নিয়ে বিশেষ কিছুই বলার নেই। সমগ্র ওয়েবপ্রেমী বাঙালি যুবকদের কাছে ইনি সার্বজনীন ঝুমা বৌদি নামেই অধিক পরিচিত। হইচই অ্যাপের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো 2’-এর ঝুমা বৌদি হিসেবে লাস্যময়ী মোনালিসা এককথায় অনবদ্য। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ আপামর বাঙালিগন, যে কারনে বাঙালিদের কাছে ইনি আদরের প্রিয় ঝুমা বৌদি।

আর আজ নারী দিবস উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সুন্দর বার্তা দিলেন মোনালিসা। একেবারে খাঁটি বাঙালি লুকে প্রকাশ্যে এলেন এই অপরূপা অভিনেত্রী। ছবি দেখে মন্ত্রমুগ্ধ সকলেই, কমেন্টবক্সে বারংবার উঠে আসছে সেইকথাই। যে বাংলা তাকে এত ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাই তিনি দ্বিগুন করে ফিরিয়ে দিলেন আজকের এই বিশেষ দিনটিতে।

আরও পড়ুন : গালে নানারকমের রঙ, বসন্তোৎসবে মেতে উঠলেন শ্রীলেখা মিত্র, দেখুন সেই ছবি

মোনালিসার বঙ্গবধূর সাজ রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়। যদিও আমাদের ইন্ডাস্ট্রি বাদ দিয়ে অন্য প্রাদেশিক ছবি ও তার আইটেম গানে তাকে দেখা গিয়েছে। বিশেষ করে ভোজপুরি সিনেমার আইটেম সং এ তিনি একজন নক্ষত্র বটে।

ইনি প্রায়শই নিজের উষ্ণ ছবিতে নিজের অনুরাগীদের তাক লাগিয়ে দেন। স্টার প্লাস এর জনপ্রিয় মেগাসিরিয়াল ‘নজর’ এর সাফল্যের পর সেই ধারাবাহিকের দ্বিতীয় সিজনে মঞ্জুলিকার ভূমিকায় অভিনয় করে চলেছেন মোনালিসা। অভিনয়ের পাশাপাশি ভাইকম 18 এর ভুট অ্যাপ নিবেদিত ও ভিগো প্রযোজিত একটি রিয়্যালিটি শো ‘ভিগো মহাসভা’ এ তিনি বিচারক ও হোস্টের পদটি অলংকৃত করেছেন। মোনালিসার ছবিগুলি দেখতে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করুন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa) on

About Author