কৌশিক পোল্ল্যে: আবারো সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের শীর্ষে সকলের প্রিয় ঝুমা বৌদি। বরাবরই নাচতে ভালোবাসেন এই অভিনেত্রী, ফলে তার নাচ ফের ভাইরাল হল ইনস্টাগ্রামে। লকডাউনেও মোনালিসার এনার্জি ফুল চার্জড এমনটাই বলছেন নেটিজেনরা। তবে নাচ বলতে এখানে মূলত একটি ছোট্ট টিকটক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যেমনটা তিনি প্রায়শই করে থাকেন একা কিংবা তার স্বামী বিক্রান্তের সঙ্গে।
স্বল্প পোশাকে তার উষ্ণঘন এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বৌদির নৃত্য দেখে ঠাকুরপোগন খুশিতে ডগমগ, আর হবে নাই বা কেন ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মে তিনিই তো সকলের প্রিয় ঝুমা বৌদির তকমা কেড়ে নিয়েছেন। মাত্র একটি ওয়েব সিরিজই তাকে বাংলা প্ল্যাটফর্মে বিরাট বড় সাফল্য এনে দিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর পাশাপাশি ভোজপুরি আইটেম গানেও মোনালিসা একটি চেনা মুখ, অভিনেতা পবন কুমারের সঙ্গে তার সুপারহিট জুটির কথা কমবেশি সকলেই জানেন। যদিও জেনে রাখা ভালো, সকলের এই প্রিয় বৌদিটি কিন্তু আদতে বাঙালি এবং তার আসল নাম অন্তরা বিশ্বাস। বাঙালি হবার সূত্রেই বলিউডে কর্মরত আর এক বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, দুজনকে একসঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে।
যে কোনো বোল্ড ও সাহসী চরিত্রে নিজেকে দিব্যি মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী মোনালিসা। স্টার প্লাসের হাইবাজেট ধারাবাহিক ‘নজর’এ একটি খলচরিত্রে অভিনয় করেন তিনি। ধারাবাহিকটি বিপুল সাফল্য অর্জন করলে এর দ্বিতীয় সিজনটিতেও এই অভিনেত্রীকে ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। লকডাউন শেষে আবারো শুরু হবে এই মেগাসিরিয়ালের শ্যুটিং। আপাতত ঝুমা বৌদির সেই উষ্ণ নাচের ভিডিও দেখে নিতে অবশ্যই নীচের পোস্টে ক্লিক করুন।