Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইরাবতীর মনামীকে দেখা গেল অন্য লুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Updated :  Friday, March 6, 2020 12:56 PM

কৌশিক পোল্ল্যে: স্টার জলসায় সম্প্রচারিত ধারাবাহিকের দৌলতে তিনি এখন বাংলার ঘরে ঘরে ইরাবতী নামেই বহুল পরিচিত। তবে এর বাইরেও তার একটি পরিচয় রয়েছে। অ্যাকশন আর কাটের বাইরের ইরাবতীর জগৎটা ঠিক কীরকম, চলুন জেনে নেওয়া যাক।

আপনি যাকে ইরাবতী নামে চেনেন তার আসল নাম মনামী ঘোষ। ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকটি তার কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট প্রমানিত হয়। অ্যাক্রোপলিস প্রযোজিত এই ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৈয়দ আরেফিন। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ধারাবাহিকে বর্তমান গল্প অনুযায়ী ইরাবতী তার হারিয়ে যাওয়া মেয়ে আরুশিকে বেনারসের এক বাঈজী পল্লীতে উদ্ধার করেন। যদিও নাচ গান জানা ও বাঈজীদের সঙ্গে বেড়ে ওঠা আরুকে মেয়ে হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেন বাবা আকাশ চ্যাটার্জী। এইভাবেই এগোচ্ছে গল্পের মূল প্লট।

আরও পড়ুন : পরিচালকের প্রেমে আভিনেত্রী, প্রেমের রহস্য ফাঁস হল অনুষ্কা শেট্টির

ধারাবাহিক ছাড়াও বাংলা সিনেমার জগতে তার একটি বিশেষ পরিচিতি রয়েছে। মুক্তি, বেলা শেষের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বেশ ভালোই সময় দেন মনামী। বেড়াতে যাওয়া ও অন্যান্য কাজের ফাঁকে ছবি তুলে প্রায়শই পোস্ট করে থাকেন।

ব্যক্তিগত সম্পর্ক বলতে তার জীবনে রয়েছেন এক বিশেষ মানুষ, সম্পর্কের স্টেটাস বলতে গেলে বর্তমানে তিনি বিবাহিত এবং সুখে দাম্পত্য জীবন উপভোগ করছেন। সম্প্রতি প্রযোজনা সংস্থা উইন্ডোস নতুন করে বেলা শেষে ছবির সিক্যুয়েল আনতে চলেছে যার নাম বেলা শুরু। এই ছবিতেও দেখা যেতে পারে।