টেক বার্তা

AI প্রযুক্তির Samsung স্মার্টফোন, আধুনিক সমস্ত ফিচারে সজ্জিত Galaxy S24 Ultra

Advertisement

মুক্তি পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার ভিডিও টিজার। ইউটিউব চ্যানেলে এর ছবি দেখা গেছে। যার ব্যাক ক্যামেরা ও ডিসপ্লে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের আসন্ন স্মার্টফোনের কিছু ফিচারও উন্মোচন করেছে। এতে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ও চার্জিং সম্পর্কিত তথ্য কিছু প্রকাশ্যে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা পাওয়া যাবে আইএসওসেল জুম অ্যানিপ্লেস। এ ছাড়া স্মার্টফোনটিতে থাকবে অটোমেটিক সাবজেক্ট ট্র্যাকিং। এই এআই ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তি, যা ব্যবহারকারীদের যে কোনও বিষয় ট্র্যাক করতে এবং ফটো ক্লিক করতে সাহায্য করবে। ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেলের এইচপি২এসএক্স ওআইএস প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেলের থ্রিএক্স টেলিফটো এবং ৫০ মেগাপিক্সেলের ৫এক্স টেলিফটো জুম লেন্স থাকতে পারে মনে করা হচ্ছে। সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কোম্পানি দিতে পারে বলে জানা গিয়েছে।

Samsung galaxy s24 ultra

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ তে সজ্জিত হবে। এর কোয়ালকম এআই প্রযুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। পাশাপাশি এলপিডিডিআর৫এক্স RAM ও ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াট তারযুক্ত চার্জিং সাপোর্ট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

গ্যালাক্সি এস২৪ আল্ট্রাতে ৬.৮ ইঞ্চি ডব্লিউকিউএইচডি ওএলইডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকতে পারে। লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আপডেট আসেনি। আশা করা হচ্ছে দ্রুত এটি ভারতীয় বাজারে আসবে।

Related Articles

Back to top button