গ্রাহকরা পাবেন আরো বেশি সুদ, স্বাধীনতা দিবসে বিশেষ ফিক্স ডিপোজিট স্কিম চালু করল এসবিআই
এই নতুন প্রকল্পের ব্যাপারে সমস্ত তথ্য জেনে নিন বিস্তারে
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটি সংস্থা তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে শুরু করেছে নতুন নতুন অফার। আর সেই পথ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন পেছনে থাকবে। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ মেয়াদী আমানত স্কিম চালু করল ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই মেয়াদি আমানত প্রকল্পে তুলনামূলকভাবে উচ্চ হারে সুদ পাওয়া যাবে। ১৫ আগস্ট থেকে আড়াই মাসের মধ্যে সেই প্রকল্পের আওতায় টাকা ডিপোজিট করলে তবে উচ্চ হারে সুদ পাবেন গ্রাহকরা।
ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে টুইট করে সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সময় উৎসব ডিপোজিট প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০০ দিনের ফিক্স ডিপোজিট প্রকল্পে ৬.১ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীন নাগরিকরা পাবেন ৬.৬ শতাংশ হারে সুদ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ১৫ আগস্ট অর্থাৎ গত সোমবার থেকে এই প্রকল্প পুরোদমে শুরু হয়ে গেছে এবং আগামী ৭৫ দিনের মধ্যে এই উৎসব ডিপোজিট স্কিম চালু রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্কিমের আওতায় যদি আপনারা ফিক্স ডিপোজিট করেন তাহলে আপনারা উচ্চ হারে সুদ পেয়ে যাবেন।
এমনিতেই একাধিক মেয়াদে এই ফিক্স ডিপোজিট একাউন্টের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ১৩ আগস্ট ভারতের সর্ববৃহৎ ব্যাংকের তরফে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছিল। ২ কোটি টাকার কম মূল্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে বাড়ানো হয়েছিল সুদের হার। এই সমস্ত ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বা ০.১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ১৮০ দিন থেকে ২১০ দিনের মধ্যে পরিপক্ক হওয়া মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৪.৫৫। অন্যদিকে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছিল ৫.৬৫ শতাংশ। এই সুদের হার আগে ছিল ৫.৫ শতাংশ।
দু’বছর থেকে তিন বছরের কম মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ করে দেওয়া হয়েছে। এই সুদের হার আগে ছিল ৫.৩৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৬ শতাংশ। পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদের ফিক্স ডিপোজিটের সুদের হার এই মুহূর্তে হয়েছে ৫.৬৫ শতাংশ। এই সুদের হার আগে ছিল ৫.৫ শতাংশ।