Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাউথ আফ্রিকা ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলেন মর্নি মর্কেল

Updated :  Saturday, November 7, 2020 11:27 AM

বেশ কিছুদিন আগেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন মর্নি মর্কেল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বসবাসের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার সরকারের কাছ থেকে। তাই আসন্ন বিগ ব্যাশ লিগে একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা। তিনি খেলবেন ‘ব্রিসবেন হিট’-এর হয়ে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মরকেল গত মরশুমে পার্থ স্করচার্সে আন্তর্জাতিক কোটায় বিকল্প ক্রিকেটার হিসাবে যোগ দিয়েছিলেন। তবে এবারে পূর্ণ মরশুমের জন্য তিনি ব্রিসবেন হিট-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মরকেল বলেন, ‘এখনও ক্রিকেট আগের মতোই উপভোগ করি। হিট দলে যোগ দেওয়াটা একটা নতুন অভিজ্ঞতার বিষয় হতে চলেছে। স্থানীয় ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার বিষয়টাও অন্যরকম। তবে অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজ করা বেশ উপভোগ করি। এটা জীবনেরই একটা অংশ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক মরকেল। আইপিএলেও ৭০ ম্যাচ খেলে সংগ্রহে করেছেন ৭৭ উইকেট। চলতি সপ্তাহের শুরুতেই ‘সারে’র সঙ্গে তার তিন বছরের চুক্তি শেষ হয়। কিছুদিন আগে গোড়ালির চোট লেগেছিল। ধীরে ধীরে সেই চোট সারিয়ে উঠছেন। মরকেলকে পেয়ে খুবই খুশি ব্রিসবেন হিট কোচ ড্যারেন লেহম্যান। তিনি বলেছেন, তিনি অধীর আগ্রহে মরকেলের দলে আসার প্রতীক্ষায় আছেন। ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ।