বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকে কোন তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করছে। তবে এবার তৃণমূল বহিস্কৃত নেতা অন্য রাজনৈতিক দলে গিয়ে নিজের নাম লেখালেন। তবে তা গেরুয়া শিবির নয়। তৃণমূল বহিস্কৃত নেতা মোশারফ হোসেন এবার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে পদার্পণ করলেন। কিছুদিন আগেই সে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলে বা দলীয় কর্মী হয় দলের বিরুদ্ধে কথা বলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মোশারফ হোসেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পরই জানিয়ে দিয়েছিল যে সে ভবিষ্যতে কোনো ধর্মনিরপেক্ষ দলের সাথে যোগ দেবে। দল থেকে বহিষ্কার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রীর একাধিক সভায় গরহাজির ছিলেন। এছাড়াও তৃণমূলের হয়ে তারা উল্লেখযোগ্য কোনো কাজ চোখে ধরা পড়েনি। তাই ঘাসফুল শিবির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেনকে গত ১৭ ফেব্রুয়ারি বহিষ্কার করা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি যখন মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয় তখন তিনি নওদাতে একটি রাস্তার উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তার বহিষ্কার প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে জেলা সভাধিপতি আবু তাহের বলেছেন, “এদিন জেলা পরিষদের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে গরহাজির ছিলেন মোশারফ। তাই বাকি সদস্যদের অনুমতি নিয়ে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”














Melissa McCarthy Debuts Dramatic Transformation During Sixth ‘SNL’ Hosting Gig