Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জামাইকে কোলে নিয়ে তুমুল নাচলেন শাশুড়ি, অবাক করা ভিডিও ভাইরাল

Updated :  Friday, October 16, 2020 4:12 PM

জামাই বরণে অভিনব পদক্ষেপ নিলেন শাশুড়ি। একেবারে কোলে তুলে উদ্যম নাচ নাচলেন। আমাদের দেশে জামাই আদর নিয়ে রমরমা রয়েছে। জামাইকে একেবারে ছেলের মতন করে আদর যত্ন করা হয়। যদিও কিছু ক্ষেত্রে মেয়েরা শ্বশুর বাড়িতে সেম ট্রিটমেন্ট পায় না। তবে, আপনি যদি এই শাশুড়ি জামাইয়ের ভালবাসা দেখেন আপনার মনে আনন্দ জাগবেই জাগবে। তদে দুঃখের ব্যপার, জামাইকে কোলে তুলতে পারলেও মেয়েকে কোলে নিতে পারেননি মেয়ের মা। তাতে কি? জামাইয়ের হাত ধরে শাশুড়ি মা আরও একবার নেচে নিলেন খই ছিটিয়ে। দেখুন ভিডিওটি।

আমদের দেশে মেয়ে বিদাইয়ের সময় কান্নাকাটির এক মহল তৈরি হয়ে যায়, কিন্তু এ একেবারে উল্টো। হাসতে হাসতে মেয়ে বিদাই করছেন মা। জামাই- শাশুড়ি- মেয়ের এক দুর্দান্ত কম্বিনেশন ফুটে উঠেছে এই ভিডিওতে। বহু নেটিজেন এই ভিডিওতে কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন, মনে হয় কোনো আদিবাসী সম্প্রদায়ের নিয়ম। কেউ বলেছেন অসাধারন নাচ। কেউ বলেছেন, আমাদেরও এমন নিয়ম আছে। বিয়ের আগে মেয়ের বাড়ির লোক বর কে মায়ের কোল ছাড়িয়ে নিয়ে যায়, ইত্যাদি।