আপনিও যদি নিজের জন্য একটি দুর্দান্ত ৫ জি মডেলের স্মার্টফোনের সন্ধানে থাকেন তবে আমরা আপনাকে কিছুটা সাহায্য করতে পারি। একটু আন্ডার রেটেড হলেও একটি ফোনটি বেশ কার্যকর হতে পারে। এতে অসাধারণ স্টোরেজের পাশাপাশি দারুণ ব্যাটারি ব্যাকআপ ও দারুণ সব ফিচার খুব বাজেট ফ্রেন্ডলি দামে দিয়েছে কোম্পানি। আপনি যদি মটোরোলার Motorola E15 মডেলটি নিতে চান তবে আসুন এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
এই ফোনটি ইউনিসক টি ৬১৬ প্রসেসর দিয়ে সজ্জিত হতে চলেছে। এর পাশাপাশি এই ফোনে জি৫৭ জিপিইউ সহ অন্যান্য ফিচার দেওয়া হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলে দারুণ ৬.৫ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লে পাবেন গ্রাহকরা এবং এর সঙ্গে এইচডি প্লাস রেজোলিউশনও দেওয়া হবে। এই ফোনটি স্ট্যান্ডার্ড ৬০ হার্জ রিফ্রেশ রেটে কাজ করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মটোরোলার দুর্দান্ত ফোনটিতে আপনি খুব ভাল স্টোরেজ সুবিধা পাচ্ছেন। আপনি ৮ গিগাবাইট RAM এবং ১২৮ GB অভ্যন্তরীণ স্টোরেজ পাবেন ফোনে। আপনিও যদি এই দুর্দান্ত ফোনটি কিনতে চান তবে আপনাকে ৭ হাজার টাকারও কম দিতে হবে।
ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ শুরু হতে চলেছে আগামী ৮ অক্টোবর থেকে। আপনি যদি নিজের জন্য একটি দুর্দান্ত ফোন কিনতে চান তবে আপনি খুব সাশ্রয়ী মূল্যে মটোরোলার এই মডেলটি কিনে নিতে পারবেন। ফ্লিপকার্ট সেল চলাকালীন এই মডেলের দাম পড়বে মাত্র ৬,৭৪৯ টাকা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside