মা-বাবাকে উপহার দিতে চান? ৬,৯৯৯ টাকায় আজকেই কিনে নিন এই ফোনটি, জানুন বিস্তারিত
Motorola কোম্পানির এই স্মার্টফোনটি এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়েছে
আমরা যদি নিজেদের জন্য কোন ফোন কিনতে চাই তখন একটু বেশি দামি ফোনের দিকেই আমরা বেশি ফোকাস করি। সাধারণত ১৫ হাজার টাকার বেশি দামের ফোন মানুষ কিনে থাকেন নিজের জন্য এবং নিজের প্রতিদিনের ব্যবহারের জন্য। কিন্তু যখন বাবা কিংবা মায়ের জন্য ফোন কেনার প্রয়োজন হয় সেই সময় কিন্তু বেশি ফিচার বিশিষ্ট ফোন কেনার খুব একটা প্রয়োজন হয় না। তাদের কাজ হয়ে যাবে সেরকম একেবারে বেসিক ফোন কিনলেই আপনি তাদেরকে একটা গিফট দিতে পারবেন। তাই এরকম বেসিক স্মার্টফোনের বাজারে মটোরোলা হয়ে উঠেছে একটা জনপ্রিয় কোম্পানি। এই মুহূর্তে ভারতের বাজারে মটোরোলা কোম্পানির একটি এমন স্মার্ট ফোন রয়েছে যেটি আপনি পেয়ে যাবেন ৭,০০০ টাকার নিচে। যেহেতু এই স্মার্টফোনটি একেবারে বেসিক স্মার্টফোন তাই এখানে আপনি পেয়ে যাবেন এমন কিছু ফিচার যা হয়তো আপনার ব্যবহারে লাগবে না কিন্তু আপনার বৃদ্ধ বাবা-মায়ের প্রয়োজন মেটাতে পারবে। আপনাদের জানিয়ে রাখি এই স্মার্টফোনের নাম হলো Moto E13। চলুন এটার ব্যাপারে আরো কিছু জানা যাক।
Moto E13 বৈশিষ্ট্য
প্রথমত, যদি আমরা এর বৈশিষ্ট্যগুলির কথা বলি, গ্রাহকরা এই ডিভাইসটিতে একটি ৬.৫ ইঞ্চি IPS LCD ডিসপ্লে পাবেন। এটিতে ৬০Hz রিফ্রেশ রেট সমর্থনও রয়েছে। এতে প্রসেসর হিসেবে Unisoc T606 প্রসেসর দেওয়া হচ্ছে। এটিতে ৫,০০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ১০W চার্জিং সমর্থন করে। এছাড়াও, এটি আপনাকে ২৩ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়।
এই ফোনটি Android 13 OS-এ কাজ করে। এছাড়াও, এই স্মার্টফোনে ৮ GB RAM এবং ২৫৬ স্টোরেজ সহ দেওয়া হয়েছে। এই স্টোরেজ আপনি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত প্রসারিত করতে পারবেন। ক্যামেরা বৈশিষ্ট্য সম্পর্কে কথা বললে, এতে একটি ১৩ MP প্রাথমিক ক্যামেরা এবং সামনের দিকে একটি ৫ MP সেলফি ক্যামেরা রয়েছে। এর দাম অনুসারে, এতে উপলব্ধ বৈশিষ্ট্যগুলি আপনার জন্য সেরা হতে পারে।
Moto E13 মূল্য এবং অফারগুলি কী?
এই Motorola স্মার্টফোনের ৮ GB RAM এবং ১২৮GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্টে ৬,৯৯৯ টাকায় ৩৬% ছাড়ে বিক্রি হচ্ছে এই স্মার্টফোনটি। এছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে Flipkart Axis Bank কার্ডে ৫% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আপনি ফ্লিপকার্টের ই-কমার্স সাইট থেকে অনলাইনে অর্ডার করে এই হ্যান্ডসেটটি কিনতে পারেন। তবে এর উপর আপনাকে এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে না কারণ এর দাম ইতিমধ্যেই অনেক কম।