ভারতীয় ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ শুভ জন্মদিন। ১৯৮১ সালের ৭ই জুলাই রাঁচিতে তিনি জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি যে একদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাস পাল্টে দেবে তা কে জানতো? আজ সেই ক্রিকেটের গুরুদেব মহেন্দ্র সিং ধোনির ৪০ তম জন্মদিন। তার জন্মদিন যেন ক্রিকেটপ্রেমীদের কাছে একটি উৎসব।
২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট এর সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। তিনি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। কিন্তু তাতেও বা কি? প্রিয় খেলোয়াড়কে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। না হোক সেটা আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেট প্রেমীদের কাছে এটাই যেন অনেক পাওয়া। এটাই যেন দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা এই মানুষটি যেন সবার প্রাণে অবস্থান করছে।
ভারতের সফলতম ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে ICC-এর সমস্ত ধরনের ফরমেটে ভারতের জন্য শিরোপা এনে দিয়েছেন। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড, কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টেস্ট রাঙ্কিং এ ও টিমকে নিয়ে গেছেন সর্ব শিখরে। তাই এই মহান ক্রিকেটারের ৪০ তম জন্মদিনে আনন্দে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। সেই সাথে তার জন্ম লগ্নে শুভেচ্ছা ও শুভকামনা পাঠাচ্ছেন তার ভক্তরা।