বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি, আর হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটে
বিসিসিআইয়ের ২০১৯-২০২০ মরসুমের বাৎসরিক চুক্তির ২৭ সদস্যের খেলোয়াড় তালিকা থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বিশ্বকাপের সেমিফাইনাল প্রস্থানের পর থেকে প্রতিযোগিতামূলকভাবে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন নি খেলেননি এই প্রাক্তন অধিনায়ক। ২০১৮-২০১৯ সালে ‘এ’ বিভাগের চুক্তিতে ছিলেন তিনি। এবারে কোনো বিভাগেই নাম নেই ধোনির।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি ২০১৯-২০২০
আরও পড়ুন : চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে, দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেল এই তারকা ক্রিকেটার
গ্রেড এ+ (৭ কোটি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ।
গ্রেড এ (৫ কোটি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কে এল রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিষভ পন্ত।
গ্রেড বি (৩ কোটি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ড্য, মায়াঙ্ক আগরওয়াল। গ্রেড সি (১ কোটি): কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর।
বিসিসিআইয়ের চুক্তিতে না থাকায় ধোনির অবসর জল্পনা আরও উসকে দিল। তাহলে খুব তাড়াতাড়ি কি তিনি অবসর নিতে চলেছেন। কয়েকদিন আগে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন “ধোনি খুব শিগগিরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন”। সেই জল্পনা আরো জোরালো হয়ে উঠল বোর্ডের এই সিদ্ধান্তের পর থেকে।