Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

দলবদলের উল্টোপুরাণ! বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক যোগ দিলেন তৃণমূলে

দলীয় নেতা ব্রাত্য বসু (Bartya Bosu) ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (Derek O'brien) হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সৃজন রায় (Srijan Roy)

Advertisement

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তবে নির্বাচনের আগে শাসকদল দলবদল ইস্যু নিয়ে চরম অস্বস্তিতে আছে। প্রথমে শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। তারপর আবার কিছুদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ একাধিক তৃণমূল নেতারা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করে। তবে এবার আজকে বঙ্গ রাজনীতিতে হল উলটপুরাণ! আজ অর্থাৎ বুধবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখালেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতা মুকুল রায়ের (Mukul Roy) শ্যালক সৃজন। আজ তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল।

ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানা গিয়েছে, এরআগে ২০১৪ সালের লোকসভা এবং ২০১১ ও ২০১৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করতো সৃজন রায়। সে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নিজের নাম লেখায়। তবে একুশে নির্বাচনের আগে সে তার রাজনৈতিক অবস্থান আবারও পরিবর্তন করতে চায়। তাই সে আজ তৃণমূল কংগ্রেসের সাথে আবার কাজ করার আশা জানিয়ে তৃণমূল ভবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে দলীয় নেতা ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ঘাসফুল শিবিরে যোগ দিলেন। এছাড়াও আজকে তৃণমূলে যোগ দিয়েছেন, আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় ও টলিউড অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার।

তবে হঠাৎ করে তৃণমূলে কেন সৃজন রায়? জানা গিয়েছে, গেরুয়া শিবিরে গিয়ে মানুষের সেবার্থে কাজ না করতে পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন সৃজন রায়। তার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল। সেখান থেকে মুক্তির পর তিনি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলেন। তবে ভোটের প্রাক্কালে বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন ঘাসফুল শিবিরে যোগদান করায় অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

Related Articles

Back to top button