Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2023: ‘শচীন পুত্র’ কে রিলিজ করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, নতুন দলের সন্ধানে অর্জুন টেন্ডুলকার

Updated :  Thursday, November 17, 2022 3:54 PM

বিগত বেশ কয়েক মরশুম ধরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাজঘরে বসে সময় কাটিয়েছেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। একরকম মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। মেগা নিলামের আসরে যখন শচীন পুত্রকে দলে নিতে আগ্রহ দেখায় না কোন দল তখন মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে ওঠে তার পরিত্রাতা। বিগত বছর আইপিএলের মেগা অকশনে তার ব্যতিক্রম ঘটেনি। নিলামের হাতুড়িতে যখন অর্জুন টেন্ডুলকারের নাম ঘোষণা করা হয় তখন প্রথম ক্রেতা হিসেবে ডাক হাকে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপরীতে প্রথমবারের মতো গুজরাট টাইটান্স বিকল্প দল হিসেবে অর্জুন টেন্ডুলকারের জন্য দাম হাঁকায়। তবে শেষমেশ ৩০ লক্ষ টাকায় মুম্বাই শিবিরে যোগ দেন অর্জুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর সমাপ্তি হওয়ার সাথে সাথে আসন্ন ২০২৩ আইপিএল মেগা আসরের দামামা বেজে উঠেছে ভারতীয় ক্রিকেটে। ইতিমধ্যে প্রত্যেকটি দল তাদের অপ্রয়োজনীয় ক্রিকেটারদের ছাঁটাই করতে শুরু করেছে। শোনা যাচ্ছে, লখনউ সুপার জয়েন্টস ছেড়ে দিচ্ছে জেসন হোল্ডার’কে। কলকাতা নাইট রাইডার্স থেকেও শিবম মাভি’র বিদায় একরকম পাকা। মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ লিস্টে থাকার সম্ভাবনা রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড সহ শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের নাম।

আপনাদের জানিয়ে রাখি, বিগত বছর আইপিএলের মেগা আসরে ভরাডুবি ঘটেছিল আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্টে ১০ম তম অবস্থানে নিজেদের যাত্রা শেষ করেছিল রোহিত শর্মারা। তাই বিগত ব্যর্থতা মুছে ফেলতে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের ছাঁটাই করবে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। জানা গেছে, অর্জুন টেন্ডুলকারকে ছাঁটাই করা একপ্রকার নিশ্চিত। তার নাম ফের একবার আসতে চলেছে হাতুড়ির নিচে। বিগত বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ের সাজঘরে সময় কাটালেও আইপিএলে অভিষেক ঘটেনি অর্জুন টেন্ডুলকারের। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, আসন্ন আইপিএলের আসরে অবিক্রিত থাকতে পারেন অর্জুন।

আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৩শে ডিসেম্বর কেরালার কোচি’তে ভারতীয় বোর্ডের তরফে আয়োজন করা হবে এক মিনি অকশন। সেই উদ্দেশ্যে ১৫ই নভেম্বর পর্যন্ত প্রত্যেক দলকে প্লেয়ার রিলিজ করার শেষ সীমা বেঁধে দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। সেই সময় ধরে প্রত্যেকটি দল ক্রিকেটার রিলিজ করলেও এখনো রিলিজ করা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেনি কোন ফ্রাঞ্চাইজি।