প্রকাশ্যে আসলো মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি! রং একই থাকলেও বদলে গেল নকশা

অবশেষে বহু জল্পনা-কল্পনার পর প্রকাশ্যে আসলো মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন জার্সি! আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনে মাঠে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তিকরণে নতুন নিয়মে আইপিএলের মেগা আসর আয়োজিত করতে চলেছে বিসিসিআই। আইপিএলের সবচেয়ে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের এ-গ্রুপে রয়েছে। তারা লিগে ২টি করে ম্যাচ খেলবে কলকাতা, রাজস্থান, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। রোহিতরা ১টি করে লিগ ম্যাচ খেলবে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, পঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে।

মেগা আসরকে সামনে রেখে আজ মুম্বাই ইন্ডিয়ান্স নতুন জার্সি উন্মোচিত করেছে ক্রিকেটপ্রেমীদের জন্য। রং একই থাকলেও জার্সি ডিজাইনে একাধিক বদল এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স এবার ২৭ মার্চ, অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২ অভিযান শুরু করবে। ২১ মে তারা শেষ লিগ ম্যাচে মাঠে নামবে দিল্লির বিরুদ্ধেই। সুতরাং, ক্যাপিটালসের বিরুদ্ধেই তারা লিগ অভিযান শুধু ও শেষ করবে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একমাত্র দল হিসেবে এবছর ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ পাবে মুম্বই ইন্ডিয়ান্স। পুণে ছাড়া মুম্বইয়ের তিনটি মাঠে এবার আইপিএল আয়োজিত হবে। অর্থাৎ রোহিতরা টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ খেলবেন নিজেদের শহরে। এদিকে বহু জল্পনার পর অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আসন্ন মেগা টুর্নামেন্ট প্রোটিয়া ব্যাটসম্যান ডুপ্লেসিসকে সামনে রেখে মেগা আসরে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে তারা।