Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেকর্ডিং স্টুডিওতে নচিকেতা, কি গান আসতে চলেছে দর্শক-শ্রোতাদের জন্য? শুনেনিন নচিকেতার মুখে

Updated :  Monday, November 11, 2019 9:30 AM

কেয়া সেন : মুখ না মুখোশ! আজকাল এই প্রশ্নের মুখোমুখি আমরা কম বেশি সকলেই হয়ে থাকি। পরিবারের মানুষ হয়ে যান অচেনা। অথচ, অপরিচিত কেউ কেউ হয়ে ওঠে আপন। এবার এই সাধারণ বিষয় পর্দায় ফুটিয়ে তোলার প্রস্তুতি করে ফেলেছেন পরিচালক প্রীতম এম।

রেকর্ডিং স্টুডিওতে নচিকেতা, কি গান আসতে চলেছে দর্শক-শ্রোতাদের জন্য? শুনেনিন নচিকেতার মুখে

শুটিং ফ্লোরে তৈরি হচ্ছে “ক্লোন”। মুখ্য চরিত্রে রাহুল বন্দোপাধ্যায় ও ভিনীতা চট্টোপাধ্যায়। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে প্রথমবার টলিউডের পর্দায় ফুটে উঠবে রাহুল-ভিনীতার অনস্ক্রিন রসায়ন।

রেকর্ডিং স্টুডিওতে নচিকেতা, কি গান আসতে চলেছে দর্শক-শ্রোতাদের জন্য? শুনেনিন নচিকেতার মুখে

সিনেমার গল্প তো বটেই, ইন্ডাস্ট্রির অন্যতম স্ট্রেট ফরোয়ার্ড মানুষ নচিকেতাও তার গায়কির মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চলেছেন “ক্লোন” নিয়ে মানুষের দ্বন্দের কথা। রেকর্ডিং স্টুডিওতে গান তো গাইলেনই, ছবি নিয়েই বা কি বললেন দেখেনিন।

মূলত আগামী বছরের ফেস্টিভ্যালের জন্য তৈরি হচ্ছে “ক্লোন” এখন তাই শুধুই অপেক্ষা ছবির স্ক্রিনিংয়ের এবং বড় চমক নচিকেতার গান। প্লেব্যাক করলেন নচিকেতা।