Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দিদি ও দিদি’ থেকে সোজা ‘মমতা দিদি’, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মোদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার দিদি ও দিদি বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রচার করতে এসেছিলেন বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য। এই শ্লোগান সেই সময় একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল…

Avatar

By

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার দিদি ও দিদি বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রচার করতে এসেছিলেন বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য। এই শ্লোগান সেই সময় একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল এবং সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এটি একটি অতিরিক্ত অক্সিজেন এর মত কাজ করে। কিন্তু বাংলায় বিজেপির ভরাডুবির পরে অন্য সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়।

তবে তৃনমূলের কর্মী-সমর্থকরা এই নিয়ে অত্যন্ত অপমানিত হয়েছিলেন। এই ভোটে মোদি মমতা তিক্ততা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু ভোট শেষে আবার দেখা যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন, দেশের অন্যান্য জননেতারা যখন তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করেননি। তিনি বলেছিলেন, “কে জানে ব্যস্ত হবেন হয়তো।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারপরে প্রধানমন্ত্রী মোদী তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে কিন্তু এবারে দেখা গেল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই।

অন্যদিকে শপথ গ্রহণ করার পর রাজ্যপাল জগদীপ ধনকর মমতাকে পাশে নিয়ে বলেছেন, পরপর তিনবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া কম বড় কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা করে দেখিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। আমি আশাবাদী কেন্দ্র এবং রাজ্য একসাথে ভালো ভাবে কাজ করবে এবং রাজ্যের উন্নতি করার চেষ্টা করবে।

About Author