হলদি নদীর তীরে আজ গেরুয়া প্রচারে জোয়ার আনবেন মোদি, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

একুশের নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি করতে রাজ্যে আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আসলে একুশে নির্বাচনে বাংলা দখল করতে একপ্রকার মরিয়া বিজেপি শিবির।…

Avatar

একুশের নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি করতে রাজ্যে আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আসলে একুশে নির্বাচনে বাংলা দখল করতে একপ্রকার মরিয়া বিজেপি শিবির। তাই এবার নরেন্দ্র মোদিকে সামনে রেখেই শুরু হবে পশ্চিমবঙ্গের বিজেপি ভোট প্রচার। তাই আজ অর্থাৎ রবিবার বাংলার হলদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী। তিনি হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন। আসলে এটি কোন দলীয় অনুষ্ঠান না। এই অনুষ্ঠানের মাধ্যমে আজ প্রধানমন্ত্রী হলদিয়ার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি আদৌ আসবেন নাকি সেই নিয়ে নবান্ন সূত্রে কোন তথ্য পাওয়া যায়নি।

আজকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। একদিকে গতবারের ভিক্টোরিয়া স্মৃতি উগরে আবার কি বিজেপির সভা মঞ্চে মমতা যোগদান করবে নাকি তা নিয়ে বড় সন্দেহ আছে। আবার অন্যদিকে এই সরকারি অনুষ্ঠানে কোন কোন নেতা মন্ত্রী উপস্থিত হবেন তা একপ্রকার অনিশ্চিত। বিজেপি নেতার পাশাপাশি অনেক ঘাসফুল শিবির নেতাদের আমন্ত্রণ মিলেছে। কিছুদিন আগে তৃণমূল সাংসদ দেবের সভামঞ্চে যাওয়া নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার থেকেও বড় কথা আজকে সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কি বার্তা দেয় তার দিকে চেয়ে আছে গোটা বঙ্গবাসী। জানা গেছে আজকের সভায় বিজেপি তরফে থাকবেন বঙ্গ নেতা যেমন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারী ও আরও অনেকে।

অন্যদিকে আজ হলদি নদী লাগোয়া হলদিয়া হেলিপ্যাড ময়দানে সভা আছে। কিন্তু ভেবে দেখার বিষয় এর ঠিক উল্টো দিকেই আছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম এবারের নির্বাচনের জন্য যে ডিসাইডিং ফ্যাক্টর তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে। এতদিন শুভেন্দু অধিকারী একা বিজেপির প্রচার করল এখন অব্দি কোন প্রধানমন্ত্রীর সাথে প্রচারে যায়নি। আজকে মোদির বক্তৃতা শুনতে আসবে হাজারো নন্দীগ্রামবাসী। এরপর মোদি সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে কি প্রচার করেন বা কি বার্তা দেন তার দিকে চেয়ে আছে গোটা বঙ্গবাসী।