দীর্ঘদিন ভারতীয় টেস্ট স্কোয়াডে থাকার পর অবশেষে প্রথম একাদশে সুযোগ পাওয়ার আগেই ঘরের বাইরে চলে গেলেন কুলদীপ যাদব। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সাথে ঘুরে বেড়ালেও মাঠে নামার সুযোগ জোটেনি ভারতীয় এই প্রতিভাবান বোলারের। অবশেষে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভাগ্য ফিরল না কুলদীপের। গত রবিবার ভারতীয় দলের অক্ষয় প্যাটেলের প্রত্যাবর্তন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ভারতীয় টিম ম্যানেজমেন্ট রবিবারেই কুলদীপ যাদবকে দলের বাইরের দিকের রাস্তা দেখিয়ে দিয়েছে।
সাথে সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীরা শ্রীলংকার বিরুদ্ধে ভারতের দল নির্বাচন নিয়ে তুলেছেন প্রশ্ন। দীর্ঘ কয়েকটি সিরিজ ধরে দলের বাইরে প্যাভিলিয়নে বসে সময় কাটাচ্ছেন কুলদীপ যাদব। অথচ প্রথম একাদশে রাখার প্রয়োজন মনে করছেন না দ্রাবিড়-রোহিত। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। না প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন কুলদীপ যাদব আর না জাতীয় দলে খেলার সুযোগ মিলছে তার। প্যাভিলিয়নে বসে নিজের ক্যারিয়ারের মূল্যবান সময় অপচয় করছেন তিনি। এরমধ্যে স্কোয়াড থেকে কুলদীপকে বাইরে বের করা মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।
অথচ আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার চমৎকার কুলদীপ যাদববের। ভারতের হয়ে ২৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এছাড়াও তিনি ৪৫টি আইপিএল ম্যাচ খেলেছেন, যাতে তার ৪০টি উইকেট রয়েছে। কুলদীপের ওডিআই ক্যারিয়ারও উজ্জ্বল। ৬৬ ওয়ানডেতে ১০৯ উইকেট নিয়েছেন তিনি। এই পরিসংখ্যানই কুলদীপ যাদবের প্রতিভা মূল্যায়নের জন্য যথেষ্ট। টি-টোয়েন্টি ফরম্যাটেও তার ইকোনমি রেট ৮-এর কম। ভারতের হয়ে ৭টি টেস্ট ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার সিডনিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও কুলদীপের নামে রয়েছে। আজ পর্যন্ত বিদেশের মাটিতে এমন কীর্তি করেননি রবীচন্দ্রন অশ্বিনও।