কৌশিক পোল্ল্যে: চিনের মারনব্যাধি করোনা ভাইরাস এখন সারাবিশ্বে ধীরে ধীরে বিস্তৃতিলাভ করছে। এর প্রকোপ থেকে রেহাই পায়নি প্রতিবেশী দেশ ভারত। এদেশেও দিনদিন বাড়ছে মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই সাধারন মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।
সিনেজগতেও এর প্রভাব পড়েছে মারাত্মক, যে কারনে আন্তর্জাতিক ফ্যাশন উইকে প্যারিসের ইভেন্টটিতে যাওয়া থেকে বিরত থাকলেন দীপিকা পাডুকোন। হলিউড তারকারাও দক্ষিন-পূর্ব এশিয়ার ট্যুরগুলি নাকচ করে দিচ্ছেন। এমনকি বাংলার নিজস্ব টলিপাড়াতেও আবিরেই সন্তুষ্ট থাকলেন সকলে, রং মাখামাখির ঢল একেবারেই চোখে পড়েনি।
আরও পড়ুন : খালি গলায় রবীন্দ্রসংগীত গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টি
ইদানিং করোনা নিয়ে উদ্বেগের শেষ নেই। সরকারি প্রশাসন সহ সেলেবরাও এ নিয়ে বিশেষ তৎপর, জারি হয়েছে সতর্কবার্তা। এরই মধ্যে স্টাইল কুইন করিনা কাপুর ধরা দিলেন নয়া অবতারে। মুখে মাস্ক পরে ভাইরাসের মোকাবিলায় করলেন একটি পোস্ট, আর তাতেই ঘটল বিপত্তি।
ছবি দেখেই বেজায় চটলেন একদল নেটিজেনরা, কারন করিনার মাস্কটি আর পাঁচটি সাধারন মাস্কের মতো নয়, বরং দেখতে বড়ই অদ্ভুত, যা ট্রোলারদের হাসির খোরাকে ইন্ধন জুগিয়েছে। পোস্টের কমেন্টবক্সে জমিয়ে চলছে ট্রোলিংয়ের সুরে বিরূপ মন্তব্য। হোলির দিন এক ভক্তের সঙ্গে রুঢ় ব্যবহার করে ট্রোলড হন করিনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ট্রোলড হবার হাত থেকে রেহাই পেলেন না নবাবপত্নী করিনা কাপুর খান।