Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা! ২ বছরের জন্য আকর্ষণীয় অফার আনল JIO

চমকের নাম Reliance Jio। মাঝেমধ্যেই তাদের গ্রাহকদের জন্যে নিত্য নতুন দুর্দান্ত অফার নিয়ে ভারতের এই অগ্রণী টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের একেবারে চমক দিয়ে দেয়। আর এবারে তারা আবারো একটি নতুন…

Avatar

চমকের নাম Reliance Jio। মাঝেমধ্যেই তাদের গ্রাহকদের জন্যে নিত্য নতুন দুর্দান্ত অফার নিয়ে ভারতের এই অগ্রণী টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের একেবারে চমক দিয়ে দেয়। আর এবারে তারা আবারো একটি নতুন অফার নিয়ে চলে এসেছে তাদের গ্রাহকদের কাছে। এবারে আপনারা দু’বছরের জন্য আনলিমিটেড কলিং, প্রতিমাসে ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন মাত্র একবার রিচার্জ করলেই। একবার রিচার্জ করুন, ব্যাস দুই বছরের জন্য আপনার আর কোন মাথাব্যাথা রইল না।

সম্প্রতি Jio এর ফিচার ফোন JioPhone ব্যবহারকারীদের জন্য এই নতুন অফার নিয়ে আসা হয়েছে। আপনারা যদি জিও ফোন ব্যবহার করেন তাহলে কিন্তু এই অফার পাবে নতুবা কিন্তু এই সমস্ত সুবিধা আপনার জন্য থাকবে না। তবে যে সমস্ত গ্রাহকরা আগে থেকে জিওর ফোন ব্যবহার করতেন তাঁদের বেশি টাকা রিচার্জ করতে হবে না। ১ মার্চ তারিখ থেকে নতুন পরিষেবা শুরু হয়ে গেল জিও গ্রাহকদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি আপনাকে অফার করা হচ্ছে এখানে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. প্রথমত আপনাকে 1999 টাকা দিয়ে জিওর একটি ফিচার ফোন কিনতে হবে।

2. এই ফিচার ফোন যদি আপনি কেনেন তাহলে আপনাকে আর বাড়তি টাকা দিয়ে রিচার্জ করাতে হবে না। আপনি সরাসরি 24 মাসের জন্য আনলিমিটেড কলিং, ভয়েস কলিং এবং প্রতি মাসে 2 জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন।

3. অন্যদিকে যদি এক বছরের জন্য এই অফার আপনি ব্যবহার করতে চান তাহলে গ্রাহকদের 1499 টাকা রিচার্জ করাতে হবে। নতুন ফোনে আপনি ইন্টারনেট প্যাক এবং আনলিমিটেড কলের জন্য একের পর এক সুবিধা পেয়ে যাবেন। তবে জানিয়ে রাখি ওই প্যাক থাকবে এক বছরের জন্য বৈধ। তারপর আপনার পছন্দমত নিজের রিচার্জ করাতে পারবেন।

4. আর যদি আপনার কাছে জিওর ফোন আগে থেকে থাকে, তাহলে আপনাকে সর্বমোট 749 টাকা রিচার্জ করাতে হবে তাহলে আপনি সমস্ত সুবিধা ব্যবহার করতে পারবেন।

About Author