টেক বার্তা

জিও ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ৫-জি সার্ভিস, জানুন কিভাবে বিনামূল্যে পেয়ে যাবেন জিও ফাইভ-জি

গত মাসে জিও তাদের ফাইভ জি সার্ভিস লঞ্চ করেছিল ভারতে

Advertisement

রিলায়েন্স জিও সারাদেশে ইতিমধ্যেই ফাইভ জি সার্ভিস লঞ্চ করে দিয়েছে গত মাসে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে এই ফাইভ জি সার্ভিস চালু হয়ে গেছে এবং জিও ট্রু ফাইভ জি বেশ কিছু শহরে রোলআউট হতে শুরু করেছে। আপাতত বিটা পর্যায়ে থাকলেও, ইতিমধ্যেই রিলায়েন্স জিও তাদের কয়েকজন ব্যবহারকারীকে ফাইজি সার্ভিস ব্যবহার করার জন্য ইনভাইট পাঠিয়েছে। এই মুহূর্তে রিলায়েন্স জিও ফাইভ জি সার্ভিস দিল্লি এনসিআর, মুম্বাই, কলকাতা, বারানসি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মত শহরে উপলব্ধ রয়েছে। কোম্পানি এই সার্ভিস ব্যবহার করার জন্য ইতিমধ্যেই ওয়েলকাম অফার নামের একটি অফার চালু করেছে যেখানে জিওর ব্যবহারকারীরা jio 5g ব্যবহার করতে পারছেন।

এই অফারের সুবিধা নেবার জন্য ব্যবহারকারীদের কাছে একটি যথাযথ ফাইভ জি ডিভাইস থাকতে হবে। তার পাশাপাশি, ওই ব্যক্তিকে ফাইভ-জি কভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে। তবে, এই সার্ভিস ব্যবহার করার জন্য, ব্যবহারকারীকে ন্যূনতম ২৩৯ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে এবং তার কাছে যে কোন একটিভ প্ল্যান থাকতে হবে যাতে তিনি জিও ফাইভ জি সার্ভিস ব্যবহার করতে পারেন সহজে। যদি এই অফার সেই ব্যক্তির কাছে চলে আসে তাহলে তিনি সর্বাধিক ১ জিবিপিএস পর্যন্ত স্পিড পেয়ে যেতে পারেন। পাশাপাশি এখনো পর্যন্ত জিও যেহেতু নিজেদের ফাইভ-জি প্ল্যান লঞ্চ করেনি, তাই আপনারা এখন বিনামূল্যে ৫জি সার্ভিস ব্যবহার করতে পারছেন। আগামী কয়েক মাসের জন্য এই ফাইভ জি সার্ভিস আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

জিও ওয়েলকাম অফার সম্পূর্ণভাবে ইনভিটেশন নির্ভর একটি অফার এবং এই অফারে কিছু নির্দিষ্ট শহরে আপনারা জিও ফাইভ জি সার্ভিস ব্যবহার করতে পারবেন। কোম্পানি সরাসরি জানিয়ে দিয়েছে, জিও ৫জি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে আলাদা সিম কার্ড ব্যবহার করতে হবে না। তিনি ফোরজি সিম কার্ড ব্যবহার করেই ফাইভ-জি কানেক্টিভিটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে ২৩৯ টাকা অথবা তার বেশি কোন একটি রিচার্জ করিয়ে থাকেন, তাহলে আপনি সহজেই জিও ফাইভজি ব্যবহার করতে পারবেন। যদি আপনি সেই নির্বাচিত শহরের মধ্যে কোন একটিতে থাকেন, তাহলে হয়তো ইতিমধ্যেই আপনার মাই জিও এপ্লিকেশনে আপনার জন্য একটি ইনভিটেশন পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ফাইভ-জি সম্পর্কিত কোন স্পেসিফিক প্ল্যান নিয়ে আসেনি কোম্পানি। তাই, যদি আপনার কাছে সেই ইনভিটেশন চলে আসে তাহলে আপনি তাড়াতাড়ি সেই ইনভিটেশন একসেপ্ট করে ফেলুন।

Related Articles

Back to top button