ইতালিয়ান সুপারবাইক লঞ্চ হল ভারতে, ৩২০ মিমি ফ্রন্ট ডিস্কের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস
মহারাষ্ট্রের বারামতি জেলায় অবস্থিত Piaggio'র কারখানায় তৈরি করা হচ্ছে এই স্পোর্টস বাইক।
বহু প্রতীক্ষার সমাপ্তি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল বিখ্যাত বিখ্যাত ইতালীয় মোটরসাইকেল নির্মাতা Aprilia-র সর্বশেষ মাস্টারপিস Aprilia RS 457। স্পোর্টস গাড়ির জগতে নতুন বিপ্লব আনতে চলেছে। এই বাইকটি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের বারামতি জেলায় অবস্থিত Piaggio’র কারখানায় তৈরি করা হচ্ছে এই স্পোর্টস বাইক। যার সদর দপ্তর ইতালিতে অবস্থিত।
যদি Aprilia RS 457 বাইকের শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 457cc লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন দেখতে পাবেন আপনি। পাশাপাশি আপনি জানলে অবাক হবেন, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বোচ্চ 47 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। শুধু তাই নয়, সঙ্গে 6 স্পিড গিয়ারবক্সও দেখতে পাবেন গাড়িটি নিয়ন্ত্রণের জন্য। এছাড়া Aprilia RS 457 বাইকের কার্বওয়েট 175 কেজি এবং ড্রাই ওয়েট 159 কেজি।
এখানেই শেষ নয়, Aprilia RS 457 বাইকে ডিজাইনের ক্ষেত্রে বেশ আধুনিকতা দেখতে পাবেন আপনি। এর কিলার লুকের পাশাপাশি LED হেডলাইট দেখতে পাবেন। তাছাড়া শক্তিশালী এই বাইকে 5 ইঞ্চির TFT কালার ইন্সট্রুমেন্ট কন্ট্রোলার দেখা যাবে। এখানেই শেষ নয়, ব্রেকিং সিস্টেমও সমানভাবে চিত্তাকর্ষক এই গাড়িটির ক্ষেত্রে। এতে একটি 320 মিমি ফ্রন্ট ডিস্কের সাথে একটি ByBre রেডিয়াল-মাউন্ট 4-পিস্টন ক্যালিপার এবং একটি 220 মিমি পিছনের ইস্পাত ডিস্ক ফির্চাস পাবেন। যা আপনাকে অধিক নিরাপত্তা প্রদান করতে সক্ষম।
শুধু তাই নয়, সুপার পাওয়ারের এই গাড়িটির অ্যালুমিনিয়াম বডির সম্পূর্ণ LED লাইট দিয়ে সাজানো হয়েছে। যা গাড়ি প্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনার সৃষ্টি করবে। যদি Aprilia RS 457 বাইকের দামের কথা বলি, সে ক্ষেত্রে ভারতের বাজারে এর বিক্রয় মূল্য হতে পারে 6.6 লাখ টাকার কাছাকাছি।