কেন্দ্রীয় সরকারের এই স্কীমে এককালীন ১৫ লক্ষ টাকা জমিয়ে পেনশন পান প্রতিমাসে দশ হাজার টাকা
প্রবীণ নাগরিকদের জন্য পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী বায়ো বন্দনা যোজনা (PMVVY) এর গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার আধার যুক্ত করা বাধ্যতামূলক করেছে। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালের ইউনিয়ন বাজেটে ঘোষণা করা হয়েছিল এই পেনশন প্রকল্পটি। এই আর্থিক বর্ষ থেকে তা বাস্তবায়িত হতে চলেছে। এই স্কীমটি এলআইসি দ্বারা পরিচালিত হবে, যেখানে প্রবীণ নাগরিকরা ৮ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন।
এই স্কীমে প্রবীণ নাগরিকরা মাসে ১০,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন, তার জন্য কোনো শেয়ার মার্কেট বা মিউচ্যুয়াল ফান্ডে টাকা রাখতে হবে না। এলআইসি তে নূন্যতম ১.৫ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা রাখলেই আপনি পেনশন পাবেন। প্রতিমাসে পেনশন নিলে আপনি ৮ শতাংশ হারে এবং প্রতি বছর পেনশন নিলে ৮.৩ শতাংশ হারে পেনশন পাবেন। ১০ বছর ধরে প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন পেতে আপনাকে ১৫ লক্ষ টাকা লগ্নি করতে হবে। আপনি এলআইসিতে লগ্নি করলে পেনশনের টাকা সরাসরি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।
আরও পড়ুন : দেশের অর্থনীতির বেহাল দশা, রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর বৈঠকে বসতে চলেছেন অর্থমন্ত্রী
এই প্রসঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে যে, এই স্কীমে লগ্নি করতে গেলে অবশ্যই লগ্নিকারির আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আধার কার্ড নেই তাদের এই প্রকল্পে লগ্নি করতে হলে আগে আধারের জন্যে আবেদন করতে হবে। ২০২০ এর মার্চ পর্যন্ত এই স্কীমে লগ্নি করা যাবে যা আগেই জানানো হয়েছিল।