টেক বার্তা

১২০০ কিমি মাইলেজ, সাথে অবিশ্বাস্য ফির্চাস! লঞ্চ হল Alto-র চেয়েও সস্তার ইলেকট্রিক গাড়ি – ELECTRIC CAR

Western Xiaoma ইলেকট্রিক গাড়ির দামের কথা বলি, তবে এর প্রারম্ভিক মূল্য 3.47 লাখ টাকা থেকে শুরু হয়ে 5.78 লাখ টাকা পর্যন্ত হয়।

Advertisement

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারত সহ পৃথিবীর প্রত্যেকটা দেশ ইলেকট্রিক গাড়ির উপর নির্ভরশীল হয়েছে উঠেছে। ডিজেল অথবা পেট্রোল গাড়ির চেয়ে তুলনামূলক কম খরচে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা সম্ভব বলে গ্রাহকদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। যদি ভারত তথা বিশ্ব বাজারে ইলেকট্রিক গাড়ির কথা বলি, তবে এক্ষেত্রে Tesla, Tata, MG Coment, Wulling-র মতো কোম্পানিগুলি ইতিমধ্যে বাজার কপাতে শুরু করেছে।

আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন একটি ইলেকট্রিক গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যার অবিশ্বাস্য ফির্চাস দেখলে চোখ কপালে উঠবে আপনার। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, Western Xiaoma (Bestune Xiaoma) নামের এই গাড়িটি সম্প্রতি চীনে লঞ্চ করা হয়েছে। যা চীনের বাজারে Wulling Mini EV-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে।

এই নিবন্ধে যদি Western Xiaoma ইলেকট্রিক গাড়ির দামের কথা বলি, তবে এর প্রারম্ভিক মূল্য 3.47 লাখ টাকা থেকে শুরু হয়ে 5.78 লাখ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ ভারতের বাজারে প্রাপ্ত Alto গাড়ির চেয়েও কম দামে ক্রয় করা যাবে এই ইলেকট্রিক গাড়ি। উল্লেখ্য, চীনের বাজারে সদ্য লঞ্চ হওয়া Western Xiaoma ইলেকট্রিক গাড়িতে সর্বোচ্চ দুজন প্যাসেঞ্জার ভ্রমণ করতে পারবেন।

যদি শক্তিশালী এই ইলেকট্রিক গাড়ির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে আরামদায়ক আসন, পাওয়ার স্টিয়ারিং, সেন্ট্রাল লকিং সিস্টেম, এয়ার কন্ডিশনার, ডুয়াল টোন ড্যাশবোর্ড, 7 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে লক্ষ্য করা যাবে। প্রাথমিক পরিসরে গাড়িটি 800 কিলোমিটার মাইলেজ দেবে। যা আপনি চাইলে 1200 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

Related Articles

Back to top button