GT vs RR: রাজস্থানের বিরুদ্ধে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট! ব্যাটে-বলে করা রয়েছে এগিয়ে
২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল রাজস্থান। অন্যদিকে, চলতি আইপিএলে অন্তর্ভুক্ত হওয়া গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া নেতৃত্বে প্রথম বারেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
মহারণের ২২ গজে আজ মেগা ফাইনালে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আলোকোজ্জ্বল মঞ্চে ১৫ তম আইপিএলের শিরোপা জয় করতে চাইবে দুটি ফ্র্যাঞ্চাইজি। ইতিপূর্বে একবার শিরোপা অর্জনের স্বাদ গ্রহণ করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরে অর্থাৎ ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল রাজস্থান। অন্যদিকে, চলতি আইপিএলে অন্তর্ভুক্ত হওয়া গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া নেতৃত্বে প্রথম বারেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এক নজরে দেখে নিন, আজকের মেগা ম্যাচে কারা কোন দিকে এগিয়ে রয়েছে-
কথা বলবে যাদের ব্যাট: আজকের মেগা ফাইনালে একাধিক ব্যাটসম্যানের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। ধারাবাহিকতা বজায় রেখে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন রাজস্থানের জস বাটলার। তাছাড়া তার সঙ্গ দিতে পারেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, গুজরাটের জার্সিতে ডেভিড মিলারের পাশাপাশি বিধ্বংসী ইনিংস খেলতে পারেন শুভমান গিল।
অলরাউন্ডার হিসেবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- ব্যাটসম্যানদের পাশাপাশি আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুই দলের অলরাউন্ডার। গুজরাটের জার্সিতে অবশ্যই ব্যাট-বলে শ্রেষ্ঠত্ব প্রমান করতে পারেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে রাজস্থানের জার্সিতে রিয়ান পরাগ এবং রবীচন্দ্রন অশ্বিন বিধ্বংসী ইনিংস খেলতে পারেন।
কোন বোলারের দিকে নজর থাকবে- আজকের মির্জা ফাইনালে দুদলেরই শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। রাজস্থানের জার্সিতে ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহালের দিকে নজর থাকবে। অন্যদিকে গুজরাটের জার্সিতে মোহাম্মদ সামি এবং রশিদ খান বিধ্বংসী ইনিংস খেলতে পারেন।