কলকাতানিউজরাজ্য

নতুন লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে? দেখে নিন তালিকা

গামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। পরের সপ্তাহে বুধবার লকডাউনের ঘোষণা হয়েছে।

Advertisement

রাজ্যে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের বেশ কিছু জায়গাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। পরের সপ্তাহে বুধবার লকডাউনের ঘোষণা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নে তরফ থেকে।

কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? জেনে নিন- 

* লক ডাউন চলাকালীন খোলা চলবে কৃষি কাজ ও চা বাগান।

* জরুরি পরিষেবা চালু থাকবে যেমন সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ওষুধের দোকান খোলা থাকবে।

* রোগী ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের ব্যক্তিগত গাড়ি বা বেসরকারি গাড়িতে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে বাধা দেওয়া যাবে না।

* সমস্ত রকম ই-কমার্স পরিষেবা চালু থাকবে।

* আন্তঃরাজ্যে সমস্ত রকম পণ্য পরিবহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

* যেসব শিল্প ও গৃহশিল্পের মাধ্যমে একটানা উৎপাদন প্রক্রিয়া চলে তা সচল রাখা যাবে।

* রান্না করা যেকোনো খাবারের হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে।

* দমকল, আদালত ও সংশোধনাগারে পরিষেবায় ছাড় রয়েছে।

* বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে ও জল ও জঞ্জাল সরানো, বিদ্যুৎ-এর ক্ষেত্রে ছাড় মিলবে।

Related Articles

Back to top button