টেক বার্তা

ভারতের মার্কেটে চলে এলো Royal Enfield কোম্পানির নতুন বাইক, লুক এবং দাম দেখে চমকে যাবেন

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন দারুণ ফিচার এবং তার সাথেই দামের দিক থেকেও এই বাইক বেশ ভালো

Advertisement

যারা সাধারণত বাইক নিয়ে একটু বেশি ফ্যাসিনেটেডহয়ে থাকেন তাদের জন্য রয়েল এনফিল্ড কোম্পানির বাইক সবথেকে বেশি আকর্ষণীয়। এই কোম্পানির পোর্টফোলিওতে এমন বেশ কিছু বাইক রয়েছে যেগুলি দেখলে সকলেই একেবারে চমকে যান। এই সমস্ত বাইকে আপনারা পেয়ে যান দুর্দান্ত লুক এবং তার সাথেই দারুন ইঞ্জিন এবং স্পেসিফিকেশন। আপনাদের জানিয়ে রাখি রয়াল এনফিল্ড এই মুহূর্তে ভারতের সবথেকে বড় বাইক কোম্পানিগুলির মধ্যে একটি। সম্প্রতি এই কোম্পানিটি তাদের J প্ল্যাটফর্মের উপর নির্মিত একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে এবং এই বাইকের নাম দেওয়া হচ্ছে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। এই মুহূর্তে ভারতের বাজারে এই বাইকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং হয়ে উঠেছে এই মুহূর্তে রয়েল এনফিল্ড কোম্পানির সব থেকে সস্তা বাইক।

দারুন কম দামের মধ্যে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন নিয়ে হাজির হয়েছে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। এই বাইকটিকে নিয়ে কোম্পানি অনেক আশা রেখেছে। এমনিতে রয়েল এনফিল্ড কোম্পানির বাইকের দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই এই কোম্পানির বাইক কিনতে পারতেন না। তবে এবার যেহেতু হান্টার বাইকে আপনারা কম দামের মধ্যে ভাল স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন, তাই অনেকেই হয়তো এই হান্টার বাইকটি কিনতে চাইবেন। অর্থাৎ বলতে গেলে মিটিওর ৩৫০ এবং ক্লাসিক ৩৫০ এর পর হান্টার ৩৫০ হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির নতুন মডেল।

তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি রয়েল এনফিল্ড কোম্পানিটি কিন্তু খুব শীঘ্রই আবারো নতুন জেনারেশনের ক্লাসিক ৩৫০ লঞ্চ করতে চলেছে। খুব শীঘ্রই ভারতের বাজারে এই বাইক আপনারা দেখতে পাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন আগের মডেলের থেকে ভালো ইঞ্জিন এবং ভালো ডিজাইন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন। এছাড়াও থাকবে ২৭ ন্যানোমিটার পিক টরক এবং ২০.২ বি এইচ পি পাওয়ার।

Related Articles

Back to top button