Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন ALTO গাড়ির ছবি দেখলে আপনি পাগল হয়ে যাবেন, মাত্র ১১,০০০ টাকাতেই পেয়ে যান এই গাড়ি

Updated :  Sunday, August 14, 2022 8:30 AM

এই মুহূর্তে ভারতের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহার হওয়া ভারতীয় গাড়ি কোম্পানিটি হল মারুতি সুজুকি। তাদের প্রত্যেকটি গাড়ি শুধুমাত্র ভারতের বড় বড় শহরগুলি বলে নয়, শহরতলী এবং গ্রামের দিকে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। সস্তা দাম, ভালো টেকসই ডিজাইন এবং উন্নত মাইলেজ এই তিনটি কারণের জন্যই মারুতি সুজুকি কোম্পানির গাড়ি সবথেকে বেশি জনপ্রিয় হয়ে থাকে। সম্প্রতি মারুতি সুজুকি কোম্পানির নতুন ALTO গাড়ির উপর থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। মারুতি সুজুকি কোম্পানি জানিয়েছে, এটি হতে চলেছে তাদের সবথেকে নতুন জেনারেশনের ALTO গাড়ি। সম্প্রতি এই গাড়ির একটি নতুন মডেলের ছবি সকলের জন্য প্রকাশ্যে নিয়ে এসেছে মারুতি সুজুকি। সূত্রের খবর, আগামী ১৮ আগস্ট এই নতুন মডেলটি ভারতের বাজারের জন্য লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি কোম্পানিটি।

আপাতত, দেখে শুনে যেটুকু মনে হচ্ছে এই গাড়িটি দেখতে অনেকটা মারুতি K10 গাড়ির মতো অন্তত ডিজাইনের দিক থেকে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন K10 গাড়ির মতোই দেখতে একটি ফ্রন্ট গ্রিল। এটি গাড়িতে একটি স্পোর্টি লুক দিতে পারে। তার পাশাপাশি এই গাড়িতে আপনারা পাবেন নতুন ডিজাইনের হেড ল্যাম্প। তার সাথে সাথেই থাকছে আরো কিছু নতুন ফিচার। সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যেই এই নতুন ALTO গাড়ির বুকিং শুরু হয়ে গেছে। অফিসিয়াল ডিলারশিপ অথবা মারুতি সুজুকি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র ১১ হাজার টাকায় এই গাড়িটি বুক করা সম্ভব হচ্ছে।

তবে ডিজাইনের দিক থেকে দেখতে গেলেও K10 মডেলের থেকে অনেকটাই পরিবর্তিত হয়েছে এই নতুন মারুতি সুজুকি অল্টো। সামনের ডিজাইনের দিক থেকে K10 গাড়ির মতো হলেও ওভার অল ডিজাইনের ক্ষেত্রে এই গাড়িটি অনেকটা হ্যাচব্যাক সিলারিও গাড়ির মতো দেখতে। এই নতুন অলটো গাড়িটি মারুতি সুজুকির হার্ট্রেক্ট প্ল্যাটফর্মের উপরে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু ছবি থেকে জানা যাচ্ছে এই গাড়িটি দেখতে মারুতি সুজুকি অন্যান্য গাড়িগুলি থেকে একেবারেই আলাদা। দারুন ডিজাইনের পাশাপাশি দারুণ এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার এবং কালার কম্বিনেশন এখানে আপনারা পাচ্ছেন।

এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে সেই অনুযায়ী, এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি পেট্রল ইঞ্জিন যার ক্ষমতা ৭৯৬ সিসি। এই নতুন গাড়িতে ১.০ লিটারের ডুয়াল জেট ইউনিট দেওয়া হয়েছে। এই গাড়ির ৭৯৬ সিসি পেট্রল ইঞ্জিন সর্বাধিক ৪৮ হর্স পাওয়ার ক্ষমতা তৈরি করতে পারে এবং ৬৯ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। তার পাশাপাশি ৬৭ বিএইচপি ৮৯ নিউটন মিটার পাওয়ার আউটপুট দিতে পারে এই নতুন ইঞ্জিনটি। এই গাড়িটির ইঞ্জিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এই গাড়িতে আপনারা এজিএস এবং এএমটি টেকনিক দেখতে পেয়ে যাবেন। মারুতি সুজুকি কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন গাড়ির দাম রাখা হয়েছে ৪.১৫ লক্ষ টাকা থেকে ৪.৫০ লক্ষ টাকার মধ্যে।