১৯ শে জানুয়ারী লঞ্চ হতে চলেছে Honour 9X। এর বাজার মূল্য হবে ১৫,৯৯৯ টাকা, তবে অফার মূল্য ১৩, ৯৯৯ টাকা।২০০০ টাকার ছাড় পাওয়া যাবে ফ্লিপকার্টের এই অফারে। আসুন জেনে নিই এর ফিচার সম্পর্কে
আরও পড়ুন : ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা আনল ভোডাফোন
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now- ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যেটিকে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- ৪৮ মেগাপিক্সেল এআই ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল এআই সেল্ফি ক্যামেরা।
- ১৬.৭৩ সেমি ফুল এইচডি স্ক্রিন। ১২০ ডিগ্রী আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল।
- ৪০০০ mAh ব্যাটারি।
- দুটি রঙে পাওয়া যাবে এই মোবাইলটি।
এই ফোনটি কিনতে ক্লিক করুন (CLICK HERE)