New Tata sumo : অত্যাধুনিক ডিজাইন ও স্পোর্টি লুক নিয়ে বাজারে আসছে নতুন টাটা সুমো, আকর্ষণীয় দামে পেয়ে যান এসইউভি
এই মুহূর্তে এই ধরনের এসইউভি হেভি ডিউটি গাড়ির চাহিদা বাড়তে শুরু করেছে ভারতের বাজারে
ভারতের সবথেকে আকর্ষণীয় এবং শক্তিশালী কয়েকটি গাড়ির মধ্যে অন্যতম হলো টাটা সুমো। টাটা কোম্পানির এই গাড়িটি ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি ছিল একটা সময়ে। বিগত কয়েক বছর যাবত ভারতের বাজারে চার চাকার যানবাহনের জনপ্রিয়তা বেড়েছে। ভারতের প্রত্যেক মানুষ এখন চার চাকার গাড়ি কেনার চেষ্টাই করছেন। বলতে গেলে, বাইকের থেকেও আজকালকার দিনে গাড়ি সকলে বেশি কিনছেন। এই কারণেই ভারতের সমস্ত গাড়ি কোম্পানি গুলি এখন অত্যাধুনিক প্রযুক্তিতে লঞ্চ করছে গাড়ি। এবারে এই প্রযুক্তির ছোঁয়া লেগেছে ভারতের প্রচলিত গাড়ি টাটা সুমোর গায়েও। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি টাটা কোম্পানিটি তাদের টাটা সুমো গাড়ির নতুন ৯ সিটার মডেল ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটি ডিজাইনের দিক থেকে যেমন আকর্ষণীয়, তেমনই কিন্তু এই গাড়িতে মিলবে অত্যাধুনিক ফিচার।
আপনাদের জানিয়ে রাখি এই নতুন মডেলের টাটা সুমো গাড়িতে আপনারা হার্ড মেটেরিয়াল আউটিং পেয়ে যাবেন। এর সাথেই এই গাড়ির ইন্টেরিয়ারেও হার্ড মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এই গাড়ির ফ্রন্ট বনেট ডিজাইন আগে মডেলের তুলনায় কিছুটা আধুনিক এবং কিছুটা লম্বা। এই গাড়িটিকে আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। তাই যদি আপনার হেভি ডিউটি গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে আপনার অবশ্যই স্করপিওর পরিবর্তে কম বাজেটের মধ্যে টাটা সুমো নেওয়া উচিত।
আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্পেশাল ধাতু দিয়ে এই গাড়ির বাইরের ডিজাইন করা হয়েছে। এই গাড়িটির সামনের দিকের ডিজাইন স্করপিও গাড়ির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়, যেখানে অত্যাধুনিক এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এই নতুন টাটা সুমো গাড়িতে ৪টি ফ্রন্ট এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি অত্যাধুনিক জাপানি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে টাটা কোম্পানিটি।
এর পাশাপাশি, মাইলেজের দিক থেকেও এই গাড়িটি অত্যন্ত আকর্ষণীয় কারণ এই রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় টাটা সুমোর এই নতুন মডেল অনেক বেশি মাইলেজ দিতে পারে। বলে রাখি, এই নতুন টাটা সুমো গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৬.৬ লক্ষ টাকা থেকে। ডিজাইন এবং ফিচার অনুযায়ী টাটা সুমো গাড়ির এই নতুন মডেলের দাম সর্বাধিক ১০ লক্ষ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।