টেক বার্তা

৩০ বছর বাদে বাজারে ফিরছে Yamaha RX100, ব্যাপক উচ্ছ্বসিত বাইকপ্রেমীরা

নতুন মডেলের RX100-এ ১৫০ থেকে ২০০ সিসির ইঞ্জিন থাকবে

Advertisement

নব্বই দশকের শুরুতে ভারতের মোটরসাইকেল বাজারে এক ঝড় তুলেছিল Yamaha RX100। তার ঝকঝকে চেহারা, ঝটপট গতি এবং শক্তিশালী ইঞ্জিন অনেকেরই পছন্দের বাইক হয়ে উঠেছিল। তরুণ সমাজের কাছে এই বাইকের জনপ্রিয়তা ব্যাপক বেড়ে গেছিল। তবে এখনও সেই বাইকের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। বহু নতুন প্রযুক্তির বাইক বাজারে এলেও RX100 বাইকের নস্টালজিয়া এখনও ভুলতে পারেনি মানুষ। এবার নতুন বছরের শুরুতে বড় সুখবর দিয়েছে কোম্পানি। সেই বাইকটিকে আবারও বাজারে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে Yamaha।

১৯৮৫ সালে বাজারে আসা RX100 সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি ছিল। কিন্তু ১৯৯৫ সালে এক্সপোর্ট রুল মেনে চলতে না পারার কারণে এই বাইকটিকে বাজার থেকে প্রত্যাহার করে নেয় Yamaha। তবে এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি। নতুন মডেলের RX100-এ ১৫০ থেকে ২০০ সিসির ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনটি আগের মডেলের ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এছাড়াও, নতুন মডেলে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক থাকবে।

নতুন RX100-এর বাজারে আসার সম্ভাব্য তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে, এর দাম ১.৫০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। Yamaha RX100-এর নতুন মডেল বাজারে আসার খবরে অনেকেই উচ্ছ্বসিত। এই বাইকটি নব্বই দশকে তরুণদের কাছে বেশ জনপ্রিয় ছিল। নতুন মডেলটিও একই জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button