শেষ হতে চলেছে KTM, Royal Enfield এর জমিদারি, রাস্তায় ফিরছে নতুন Yamaha RX100
Yamaha RX100 প্রেমীদের জন্য সুখবর। জাপানে আরএক্স১০০ এর টেস্ট মডেল লঞ্চ করা হয়েছে। এখন ধারণা করা হচ্ছে আরএক্স১০০ শিগগিরই ভারতের বাজারে আসতে পারে। তবে সূত্র বলছে, আরএক্স১০০ আসার আগেই ইয়ামাহা কোম্পানি দেশে চারটি নতুন এমটি সিরিজের স্পোর্টস বাইক লঞ্চ করতে পারে। তবে এর ব্যাপারে আগেই ঘোষণা করেছিল ইয়ামাহা কোম্পানি। নতুন ইয়ামাহা আরএক্স১০০ এর সম্ভাব্য ফিচারের কথা যদি বলা হয়, তাহলে নতুন আরএক্স১০০ বাইককে অনেক আধুনিক ফিচার ব্যবহার করতে পারে কোম্পানি।
১৯৮৫ সাল নাগাদ তরুণদের পছন্দের বাইক ছিল Yamaha RX100। ইয়ামাহা কোম্পানির এই বাইকটি স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছিল। এবার আবারও নতুন ডিজাইন ও উন্নত ফিচার নিয়ে আরএক্স১০০ নিয়ে হাজির হতে চলেছে ইয়ামাহা কোম্পানি। আসন্ন নতুন আরএক্স১০০ বাইকের ইঞ্জিনের কথা বলতে গেলে, ইয়ামাহা আরএক্স১০০ বাইকটিতে ২৫০ সিসি সুপার পাওয়ার ইঞ্জিন দিতে পারে প্রতিষ্ঠানটি। এই বাইকটির স্পোর্টি লুকের কারণে, সংস্থাটি সুরক্ষা ফিচারের দিকে বিশেষ যত্ন নিতে পারে।
নতুন আরএক্স১০০ বাইকটিতে উভয় চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস অফার করতে পারে প্রতিষ্ঠানটি। টিউবলেস টায়ারগুলি রাস্তায় অসাধারণ গ্রিপ বজায় রাখবে। এগুলি ছাড়াও টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার পরেও আপনি ৮০ থেকে ১০০ কিলোমিটার বাইক চালাতে পারেন।
নতুন আরএক্স১০০ বাইকের দাম নিয়ে যদি কথা বলা হয়, তবে এ বিষয়ে এখনো অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে নতুন ইয়ামাহা আরএক্স ১০০ বাইকটি ৩ লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে, ২০২৩ সালের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে ইয়ামাহা কোম্পানি দেশে আপডেট হওয়া এই বাইক লঞ্চ করতে পারে। রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি, কেটিএম এবং ইয়েজদির মতো বাইকগুলোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে নতুন ইয়ামাহা আরএক্স১০০।